পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

রেল এবং কোল ইন্ডিয়ার বেসরকারিকরণের প্রতিবাদ মিছিল পুরুলিয়ায় - তৃণমূলের প্রতিবাদ মিছিল

পুরুলিয়া জেলার নিতুড়িয়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে রেল এবং কোল ইন্ডিয়ার বেসরকারিকরণ নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল হয় নিতুড়িয়া ব্লক এলাকায়। এই প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দেন তৃণমূল নেতা শান্তিভূষণ প্রসাদ যাদব l

Purulia
Purulia

By

Published : Jul 9, 2020, 7:19 PM IST

পুরুলিয়া, 9 জুলাই : কোল ইন্ডিয়াকে বেসরকারিকরণ করার পিছনে নিশ্চয়ই কোনও চক্রান্ত আছে, এই অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ মিছিল নিতুড়িয়ায় l আজ পুরুলিয়া জেলার নিতুড়িয়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এলাকায় কোরোনা আবহের মধ্যেই মিছিল করে প্রতিবাদ জানান হয় l পরে দুবেশ্বরী কোলিয়ারিতে অবস্থান বিক্ষোভে সামিল হন তারা l পাশাপাশি ভারতীয় রেলকে বেসরকারিকরণের ও পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানান তারা l আজকের এই মিছিলে এলাকার প্রায় দু'শোরও বেশি তৃণমূল কর্মীরা এই মিছিলে যোগদান করে l এই প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দেন তৃণমূল নেতা শান্তিভূষণ প্রসাদ যাদব l

আন্দোলনের নেতৃত্বে থাকা শান্তিভূষণ প্রসাদ যাদব জানান, "বর্তমান কোরোনা আবহে একদিকে পেট্রল-ডিজেলের মূল্য বৃদ্ধি, অন্যদিকে রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি হয়েই চলেছে l যার ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ l তার উপর কোল ইন্ডিয়া ও ভারতীয় রেলকে বেসরকারি একটা চক্রান্ত করছে কেন্দ্র সরকার l এই সময়ে দেশবাসীর পাশে দাঁড়ানো দরকার কেন্দ্র সরকারকে , কিন্তু তা না করে মানুষকে আরও সমস্যায় ফেলছে কেন্দ্র সরকার l তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে আআজ আমরা নিতুড়িয়া এলাকায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করলাম l"

ABOUT THE AUTHOR

...view details