পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জলপাইগুড়িতে বিক্ষোভে দুই মন্ত্রী - petrol price hike

জলপাইগুড়িতে বিক্ষোভ তৃণমূলের । পেট্রল, ডিজ়েলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই বিক্ষোভে ছিলেন অরূপ বিশ্বাস, গৌতম দেব, কিষান কল্যাণী, সৈকত চট্টোপাধ্যায় সহ দলের অন্য নেতারা।

Jalpaiguri
Jalpaiguri

By

Published : Jul 8, 2020, 3:53 PM IST

জলপাইগুড়ি, 8 জুলাই : পেট্রল, ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জলপাইগুড়িতে বিক্ষোভ দেখালেন রাজ্যের দুই মন্ত্রী । আজ জলপাইগুড়ির সমাজপাড়া মোড়ে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান অরূপ বিশ্বাস ও গৌতম দেব ।

অরূপ বিশ্বাস বলেন," লকডাউনের সময় কেন্দ্রীয় সরকার 22 বার পেট্রলের দাম বাড়িয়েছে । সাধারণ মানুষ আজ বিভ্রান্ত । সারা রাজ্যে আজ আমাদের বিক্ষোভ চলছে । আজ আমি আর গৌতম দেব বিক্ষোভে সামিল হয়ছি । কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির জন্য পেট্রল-ডিজ়েল, রান্নার গ্যাসের দাম বেড়েই চলেছে । সাধারণ মানুষ বিপদে পড়েছে । "

গৌতমবাবু বলেন,"পেট্রোপণ্যের দাম বেড়েই চলেছে । তৃৃণমূল নেত্রীর ডাকে আজ আমরা প্রতিবাদে সামিল হয়েছি।"

এছাড়াও আজকের প্রতিবাদে যোগ দিয়েছিলেন জেলা তৃণমূল সভাপতি কিষান কল্যাণী, যুব সভাপতি সৈকত চট্টোপাধ্যায় সহ দলের অন্য নেতারা।

ABOUT THE AUTHOR

...view details