রানিগঞ্জ, 12 জুলাই : পশ্চিম বর্ধমানের রানিগঞ্জের দু'টি এলাকাকে গতকালই কনটেনমেন্ট জ়োন ঘোষণা করেছিলেন জেলাশাসক । তা সত্ত্বেও আজ কনটেনমেন্ট এলাকার কাছেই সাংগঠনিক বৈঠকের আয়োজন তৃণমূলের ।
আজ কুমারবাজারের কাছেই শিশু বাগান এলাকায় সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয় তৃণমূলের তরফে । জমায়েত করেন দলীয় নেতাকর্মীরা । উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের স্বাস্থ্যদপ্তরের মেয়র পারিষদ দিব্যেন্দু ভগত-সহ একাধিক তৃণমূলের কাউন্সিলর । অনেকেরই মুখে ছিল না মাস্ক । রানিগঞ্জ শহরে এই মুহূর্তে কোরোনা আক্রান্তের সংখ্যা 18 । সরকার ও প্রশাসনের তরফে লাগাতার সচেতনতা মূলক প্রচার চালানো হচ্ছে । আক্রান্তের হদিস পেলেই এলাকাকে কনটেনমেন্ট জ়োন ঘোষণা করা হচ্ছে । তা সত্ত্বেও কনটেনমেন্ট এলাকার অদূরে শাসক দলের সাংগঠনিক বৈঠকের আয়োজন নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে ।