পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

"তৃণমূলকে ভোট দিন", ভোটের লাইনে বললেন নেতা - Canning

তৃণমূল নেতার দাবি, এটা নেহাতই কুশল বিনিময় ।

তৃণমূল নেতা

By

Published : May 19, 2019, 9:36 AM IST

Updated : May 19, 2019, 12:05 PM IST

ক্যানিং, 19 মে : লাইনে দাঁড়িয়ে ভোটারদের প্রভাবিত করছেন ক্যানিং 1 নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেস সভাপতি পরেশরাম দাস । বিষয়টি ETV ভারতের ক্যামেরায় ধরা পড়েছে । যদিও ভোটারদের প্রভাবিত করার বিষয়টি অস্বীকার করেছেন তিনি । তাঁর সাফাই, "প্রভাবিত করার কোনও বিষয় নেই । ভোট দিতে এসে কুশল বিনিময় করেছি ।"

জয়নগর লোকসভা কেন্দ্রের ক্যানিং পশ্চিম বিধানসভার 120 নম্বর বুথে ভোটদান চলছিল । বুথের বাইরে লাইন ছিল । সেখানে আসেন পরেশরাম । ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলতে থাকেন । এক বৃদ্ধকে তিনি বলেন, "দিদির উন্নয়নকে মাথায় রেখে জোড়াফুলকে (তৃণমূলের প্রতীক) ভোট দিতে হবে ।" পরে অপর একজন মহিলাকে বলেন, "জোড়াফুলে সব ভোট দিন ।"

দেখুন ভিডিয়ো

যদিও ভোটারদের প্রভাবিত করেননি বলে দাবি পরেশরামের । তিনি বলেন, "প্রভাবিত করার কিছু নেই । মানুষ এখানে তৃণমূলের উন্নয়ন দেখেছে । তাই তৃণমূলে ভোট দিতে বলছি । মানুষ স্বেচ্ছায় তৃণমূলকে ভোট দিচ্ছে ।" কিন্তু, ক্যামেরায় তো পরিষ্কার দেখা যাচ্ছে, আপনি লাইনে দাঁড়িয়ে থেকে ভোটারদের তৃণমূলে ভোট দিতে বলছেন ? সে প্রসঙ্গে তাঁর সাফাই, "না । না । আমি বলিনি । নিজের ভোট দেব বলে লাইনে দাঁড়িয়েছিলাম । প্রভাবিত করার কোনও বিষয় নেই । ভোট দিতে এসে কুশল বিনিময় করছি ।"

Last Updated : May 19, 2019, 12:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details