কলকাতা, ২৪ এপ্রিল : "রাজ্যের সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে জেনে তৃণমূল ভয় পাচ্ছে ।" গতকাল আলিপুরে এসে একথা বললেন BJP নেতা কৈলাস বিজয়বর্গীয় । তিনি ডায়মন্ড হারবার কেন্দ্রের BJP প্রার্থী নিলাঞ্জন রায়ের মনোনয়ন জমা দেওয়ার মিছিলে পা মেলান ।
কৈলাস বলেন, "সুপার CM-র (মমতা বন্দ্যোপাধ্যায়) সামনে একটা সামান্য কার্যকর্তাও জিতে দেখাতে পারেন । এখন জনতা অনেক বুদ্ধিমান হয়ে গেছে । তারা সন্ত্রাসের কাছে মাথা নিচু করতে চাইছে না । এই রাজ্যে তৃণমূল যেভাবে সন্ত্রাস চালাচ্ছে তা রুখতে নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে বাধ্য হয়েছে । তা দেখেই হারার ভয় পাচ্ছে তৃণমূল । ডায়মন্ড হারবার কেন্দ্রের ভোটাররা অনেকেই এলাকার সাংসদকে দেখতে পাননি । তাঁকে কখনও ওই কেন্দ্রে ঘুরতে দেখা যায়নি । এলাকায় কোনও উন্নতিই হয়নি । উলটো দিকে আমাদের প্রার্থী নীলাঞ্জন রায় রাস্তায় নেমে কাজ করার মানুষ ।"
ডায়মন্ড হারবার কেন্দ্রের উন্নয়ন প্রসঙ্গে বিজয়বর্গীয় বলেন, "এই লোকসভা কেন্দ্রে গুন্ডাগিরিতে, তোলাবাজিতে এবং সিন্ডিকেটে উন্নয়ন হয়েছে । মহিলারা এখানে সুরক্ষিত নয় । এমন উন্নয়ন হয়েছে যে মা-মেয়েরা সম্মান পায় না । উন্নয়নের নামে ডায়মন্ড হারবারে এসবই হয়েছে । আমাদের লড়াকু প্রার্থী নিলাঞ্জন বিপুল সংখ্যক ভোটে জিতবে ।"