কলকাতা, 13 জুলাই : হেমতাবাদের BJP বিধায়কের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তদন্তের দাবি তুলল তৃণমূল । এ'বিষয়ে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের অন্যতম মুখপাত্র তাপস রায় বলেন, "ঘটনার তদন্ত হওয়া দরকার । ঘটনায় যে বা যারা জড়িত তাদের শাস্তি হওয়া উচিত ।"
BJP বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তের দাবি তৃণমূলের
পরিবারের অভিযোগ, খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে হেমতাবাদের BJP বিধায়ককে । দুর্ভাগ্যজনক ঘটনা, বললেন তৃণমূলের মুখপাত্র তাপস রায় ।
হেমতাবাদ বিধানসভার BJP বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে । বাড়ি থেকে মাত্র এক কিলোমিটার দূরে একটি বন্ধ দোকানের বারান্দায় গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় বিধায়কের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান স্থানীয়রা । মৃতের পরিবারের অভিযোগ, খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে তাঁকে । দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সরব হয়েছে মৃতের পরিবার ।
রাজ্যের মন্ত্রী তথা বিধানসভার উপ মুখ্যসচেতক তাপস রায় ETV ভারতকে বলেন, "খুবই দুর্ভাগ্যজনক ঘটনা । এর তদন্ত হওয়া দরকার। যে বা যারা জড়িত রয়েছে আইন অনুযায়ী শাস্তি হওয়া উচিত । দীর্ঘদিনের বিধায়ক ও পরিষদীয় দলের কাজকর্ম করার সুবাদে প্রত্যেক বিধায়ক আমাকে চেনেন ৷ আমিও প্রত্যেক বিধায়ককে চিনি । পোস্টমর্টেমে খুনের ঘটনা প্রমাণিত হলে দোষীদের চরম শাস্তি হওয়া উচিত ।"