২০২১ এর ভোটকে সামনে রেখে নয়া "হিন্দি সেল" গঠন তৃণমূলের - TMC create a new "Hindi cell"
হিন্দি দিবসে নয়া সেলের চেয়ারম্যান হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দীনেশ ত্রিবেদী। সভাপতি হলেন সাংসদ বিবেক গুপ্ত। জানা গেছে, কলকাতার পাশাপাশি জেলায় জেলায় তৈরি হবে হিন্দি সেল।
কলকাতা, 14 সেপ্টেম্বর : ২০২১ এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আবারও হিন্দি সেল গঠন করল তৃণমূল কংগ্রেস। হিন্দি দিবসে নয়া সেলের চেয়ারম্যান হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দীনেশ ত্রিবেদী। সভাপতি হলেন সাংসদ বিবেক গুপ্ত। জানা গেছে, কলকাতার পাশাপাশি জেলায় জেলায় তৈরি হবে হিন্দি সেল। রাজ্যের হিন্দিবলয়ের ভোটব্যাঙ্ক করায়ত্ত করতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর হিন্দি সেল গঠন হয়েছিল । কিন্তু সেভাবে বিস্তার লাভ করতে পারেনি । আবারও হিন্দি সেল গঠনের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরে। বিশেষ করে সামনের বিধানসভা নির্বাচনের আগে উসকে উঠেছে এই সেল গঠনের তৎপরতা।
রাজ্যে 294 টি বিধানসভা আসন। এর মধ্যে কমপক্ষে 70 আসনে হিন্দি ভাষার আধিক্য রয়েছে। গত লোকসভা নির্বাচনে BJP র 18 টি আসনে জয়ী হওয়ার পেছনে হিন্দিবলয়ের ভূমিকা রয়েছে বলে মনে করছে বিভিন্ন মহল। হিন্দি বলয়ের ভোট কোনওমতেই হাতছাড়া করতে চাইছে না রাজ্যের শাসক দল। BJP র ভোটব্যাংকে থাবা বসাতে তৎপর তারা । এ কারণে তৃণমূলের রাজ্যসভার সাংসদ দীনেশ ত্রিবেদীকে মাথায় রেখে আবারও নতুন করে গঠন করা হলো হিন্দি সেল।
অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে হিন্দি দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, "রবি ঠাকুরের বৈচিত্রের মধ্যে ঐক্যর ভাবনা নিয়েই বাংলা বরাবর অন্তর্ভুক্তিকরণের পথে হেঁটেছে। হিন্দি শিক্ষা, সংস্কৃতি ও কল্যাণমূলক কাজে তার সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।" আজ একটি হিন্দি একাডেমি কমিটি গঠন করেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, "২০১১ সালে ক্ষমতায় আসার পরে একটি হিন্দি অ্যাকাডেমি গঠন করেছিলাম। আজ কমিটিও গঠন করেছি।"
BJP র হিন্দু ভোটে থাবা বসাতে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দি ভাষাকে বিশেষ গুরুত্ব দেওয়ার কৌশল নিয়েছেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।