পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে বিক্ষোভ পুরুলিয়া ব্লক তৃণমূলের

ইতিমধ্যে প্রায় 67 হাজার পরিযায়ী শ্রমিক পুরুলিয়া জেলায় ফিরেছেন । ভিন রাজ্য থেকে ফিরেছেন প্রায় 42 হাজার শ্রমিক l আর কোরোনা পরিস্থিতিতে কাজ হারিয়ে পরিযায়ী শ্রমিকরা সমস্যায় পড়েছেন l কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে এবং পেট্রল ডিজ়েলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরুলিয়ার একাধিক ব্লকে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস ৷

Purulia
Purulia

By

Published : Jul 4, 2020, 2:40 AM IST

পুরুলিয়া, 3 জুলাই : কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে এবং পেট্রল ডিজ়েলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরুলিয়ার একাধিক ব্লকে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস ৷ আজ সকালে পুরুলিয়া 1 ও 2 নম্বর, বলরামপুর, আড়ষা, মানবাজার, পুঞ্চা, পাড়া সহ একাধিক ব্লকে তৃণমূল কর্মী-সমর্থকরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হন l দুপুর 3টা থেকে জেলাজুড়ে একযোগে চলে এই প্রতিবাদ-বিক্ষোভ l প্রায় ঘণ্টাখানেক পর অবস্থান বিক্ষোভ তুলে নেওয়া হয় ৷

ইতিমধ্যে প্রায় 67 হাজার পরিযায়ী শ্রমিক জেলায় ফিরেছেন । ভিন রাজ্য থেকে ফিরেছেন প্রায় 42 হাজার শ্রমিক l আর কোরোনা পরিস্থিতিতে কাজ হারিয়ে পরিযায়ী শ্রমিকরা সমস্যায় পড়েছেন l তবে রাজ্য সরকারের পক্ষ থেকে জেলায় শুরু হওয়া মাটির সৃষ্টি প্রকল্পে 100 দিনের কাজে লাগানো হয়েছে প্রায় 6 হাজার শ্রমিককে l বাকিরাও কাজ চাইছেন l তাই জেলায় ফেরা পরিযায়ী শ্রমিকদের গরিব কল্যাণ রোজগার যোজনায় অন্তর্ভুক্তির দাবি তুলেছে ব্লক তৃণমূল । এছাড়াও দিন দিন বেড়ে চলা পেট্রল-ডিজ়েলের দাম কমানোর প্রতিবাদ জানায় তারা l

তৃণমূল নেতা-কর্মীরা বলেন, "পুরুলিয়া তথা রাজ্যের পরিযায়ী শ্রমিকদের বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার l অসহায় শ্রমিকদের পাশে দাঁড়ানো উচিত সকলকে l বর্তমান সময়ে বেশিরভাগ কর্মহীন ৷ তাঁদের পরিবারে দেখা দিয়েছে অভাব l এমত অবস্থায় শ্রমিকদের বঞ্চনা কিছুতেই মেনে নেওয়া যাবে না l তাই কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদ জানিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে তৃণমূল l আর অন্যদিকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির ফলে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ l এর ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসেরও দাম বাড়ার সম্ভাবনা রয়েছে l"

ABOUT THE AUTHOR

...view details