গোবরডাঙা, ২১ এপ্রিল : BJP-র কর্মিসভায় হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । গোবরডাঙা পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের গৈপুরের ঘটনা । দুই BJP কর্মী সঞ্জয় মল্লিক ও চিত্ত মণ্ডলকে মারধর করা হয় বলে অভিযোগ । তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে ।
BJP-র কর্মিসভায় হামলা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে - TMC
গতকাল গোবরডাঙার ১৭ নম্বর ওয়ার্ডে BJP -র সভায় হামলা চালায় দুষ্কৃতীরা। তারা তৃণমূল আশ্রিত বলে অভিযোগ ।
গতকাল গোবরডাঙার ১৭ নম্বর ওয়ার্ডে ৪০ জন BJP কর্মী-সমর্থক সভা করছিলেন। সেই সময় ১৪-১৫ জন দুষ্কৃতী সেখানে চড়াও হয়। তারা তৃণমূলের লোকজন বলে অভিযোগ করেছে BJP । সভা করা যাবে না বলে দুষ্কৃতীরা হুমকি দেয়। প্রতিবাদ করলে স্থানীয় দুই BJP নেতাকে মারধর করা হয়। প্রতিবাদে BJP কর্মী-সমর্থকরা গোবরডাঙা-গাইঘাটা রোড আধ ঘণ্টা অবরোধ করে । পরে পুলিশ তদন্তের আশ্বাস দিলে অবরোধ উঠে যায় ।
ঘটনার খবর পেয়ে BJP জেলা সভাপতি প্রদীপ বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থানে যান । তৃণমূল নেতা প্রবোধ সরকার BJP-র অভিযোগ অস্বীকার করেছে ।