কলকাতা, 12 সেপ্টেম্বর : কলকাতা থেকে কুরিয়ারে হংকংয়ে মাদক পাচারের চেষ্টা চলছিল । সম্প্রতি সক্রিয় হয়েছিল এই এক চক্র । বিশেষ সূত্রে জানতে পেরে চক্রের মাথা সহ মোট তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে নারকোটিক কন্ট্রোল বিউরো (NCB) । ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে প্রায় 11 কেজি চরস । যার বাজারমূল্য প্রায় 25 লাখ টাকা ।
হংকংয়ে 25 লাখের মাদক পাচারের চেষ্টা , গ্রেপ্তার 3 - Kolkata crime news
কলকাতা থেকে কুরিয়ারে হংকংয়ে মাদক পাচার । বাজেয়াপ্ত প্রায় 11 কেজি চরস । গ্রেপ্তার তিন ।
বুধবার সন্দেহজনক কুরিয়ার হাতে আসে NCB-র । তা খুলতে মাদক দ্রব্য পান NCB আধিকারিকরা । একটি বাক্সে নানাভাবে সাজিয়ে সেই চরস হংকংয়ে পাচার করা হচ্ছিল । কে ওই চরস পাচার করছিল, তার খোঁজ শুরু হয় । সেই সূত্র ধরে দমদম এলাকা থেকে গ্রেপ্তার করা হয় চক্রের মাথা রাজেন মিশ্রকে । তাকে জিজ্ঞাসাবাদ করে দুর্গানগর এলাকা থেকে অসীম রায় এবং বিশ্বনাথ দাসকে পাকড়াও করা হয় । তাদের গ্রেপ্তারের সময় বাজেয়াপ্ত হয় আরও মাদক ।
ধৃতরা ওই বিপুল পরিমাণে চরস কোথা থেকে পেল তা জানার চেষ্টা করছে নারকোটিক কন্ট্রোল বিউরো । কতদিন ধরে তারা এইভাবে কুরিয়ারকে ব্যবহার করে মাদক পাচার করছিল তা জানার চেষ্টা চলছে ।