সন্দেশখালি, 9 জুন : সন্দেশখালির 2 নম্বর ব্লকের BDO-কে মারধরের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ । ধৃতদের নাম আলোকেশ মোল্লা, শরিফুল মোল্লা ও মণিরুল নস্কর । গতকাল তাদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক 14 দিন জেল হেপাজতের নির্দেশ দেন । যদিও মূল অভিযুক্তরা এখনও ধরা না পড়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে ।
বৃহস্পতিবার দুপুরে সন্দেশখালির পঞ্চায়েত প্রধান দিলীপ মল্লিক ও বেড়মজুর-2 পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিক মোল্লার নেতৃত্বে BDO অফিসে ঢোকে কয়েকজন তৃণমূল নেতা-কর্মী । অভিযোগ, সেখানে কথা বলার সময় হঠাৎই তারা BDO কৌশিক ভট্টাচার্যকে মারতে শুরু করে । ভাঙচুর করা হয় অফিস । BDO-কে হাসপাতালে ভরতি করা হয় । সেদিন রাতে দুই তৃণমূল নেতা ও তাদের অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি । কিন্তু, ঘটনার পর 24 ঘণ্টা কেটে গেলেও কাউকে গ্রেপ্তার না করা হওয়ায় শুক্রবার জেলাশাসকের অফিসের সামনে বিক্ষোভ দেখায় রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন । পরে সেদিন রাতেই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ । গতকাল আদালতে তোলা হলে ধৃতদের নিজেদের হেপাজতে নেওয়ার আবেদন জানায়নি পুলিশ ।