পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

স্থগিত আপার প্রাইমারির নিয়োগ, কী বলছে SSC? - SSC Candidates Agitation

ভোটের কাজের জন্য আপাতত বন্ধ থাকছে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ার কাজ । স্থগিত রাখা হয়েছে তৃতীয় ভেরিফিকেশন প্রক্রিয়া। তবে ভোটের পরই আবার নিয়োগ প্রক্রিয়ার কাজ শুরু হবে বলে জানিয়েছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ।

ফাইল ফোটো

By

Published : Apr 25, 2019, 5:57 AM IST

Updated : Apr 25, 2019, 10:53 AM IST

কলকাতা, 25 এপ্রিল: ফের থমকে গেল আপার প্রাইমারির নিয়োগ প্রক্রিয়া । প্রথমে এপ্রিল মাসের শেষ সপ্তাহে আপার প্রাইমারির তৃতীয় ফেজ়ের ভেরিফিকেশন হবে বলে জানিয়েছিলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার । লোকসভা নির্বাচনের কারণে তা পিছিয়ে মে মাসের প্রথম সপ্তাহে করা হবে বলে কমিশন জানিয়েছিল। গতকাল সৌমিত্রবাবু জানান, লোকসভা নির্বাচনের কারণে তৃতীয় ফেজ়ের ভেরিফিকেশন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন । নির্বাচন শেষ হওয়ার পরেই ভেরিফিকেশন শুরু হবে।

লোকসভার তৃতীয় দফার নির্বাচন হয়ে গেছে ২৩ এপ্রিল। চতুর্থ দফার নির্বাচন রয়েছে ২৯ এপ্রিল । পঞ্চম দফা ও ষষ্ঠ দফার নির্বাচন রয়েছে যথাক্রমে ৬ ও ১২ মে । শেষ দফার নির্বাচন ১৯ মে । নির্বাচনের মধ্যেই ভেরিফিকেশন করার সিদ্ধান্ত নিয়েও তা কেন স্থগিত রাখা হল ?

সৌমিত্রবাবু বলেন, "তারিখের খুব সমস্যা হচ্ছে । ৬ তারিখ হাওড়ায় ভোট। ৩ তারিখ থেকে বাস তুলে নেবে । ৬ তারিখের পর ৭ তারিখেও বাস থাকবে না । ভোটের কাজের জন্য বেশিরভাগ বাস থাকবে না । আমার পাঁচ-ছয়দিন লাগবে। পরপর কাজ করব । সমস্ত কাজ ভোটের সময় আমার একার পক্ষে সামলানো অসুবিধা । ভোটের পরেই আবার কাজ শুরু হবে ।" এছাড়া, রিজিওনাল দপ্তরের আধিকারিকদের ভোটের ডিউটি পড়েছে। আপার প্রাইমারি ভেরিফিকেশন স্থগিত রাখার এটাও একটা বড় কারণ। মূলত নির্বাচন চলার জন্য ভেরিফিকেশনের থার্ড ফেজ় স্থগিত রাখা হয়েছে ।

উল্লেখ্য, আপার প্রাইমারির ভেরিফিকেশনে অনেক প্রার্থীদের ডাকা হয় । প্রথম দু'টি ফেজ় মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় ২৩ হাজার প্রার্থী ডাক পেয়েছিলেন। তখন গোটা বিষয়টি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রিজিওন থেকে কর্মচারীদের আনা হয়েছিল । তৃতীয় ফেজ়ে প্রায় ১০ হাজার চাকরিপ্রার্থী ডাক পেতে চলেছেন ।

Last Updated : Apr 25, 2019, 10:53 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details