পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

ভারতীকে মারার চেষ্টা হচ্ছে : দিলীপ - Sixth Phase Vote

তৃণমূল কংগ্রেসের কাছে রাজনৈতিক ও গণতান্ত্রিকভাবে কোনও উপায় নেই । তাই অনৈতিকভাবে লড়াই করছে : দিলীপ

দিলীপ ঘোষ

By

Published : May 12, 2019, 10:37 AM IST

Updated : May 12, 2019, 1:20 PM IST

ঘাটাল, 12 মে : "ভারতীকে পুলিশ দিয়ে আটকানোর চেষ্টা করা হচ্ছে । মারার চেষ্টা করা হচ্ছে । দু'বার গাড়ি ভাঙচুর করা হয়েছে । " ভারতী ঘোষের গাড়িতে ভাঙচুরের পর একথা বলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী দিলীপ ঘোষ ।

কেশপুরের দোগাছিয়াতে ভারতী ঘোষের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় । মাথা ফেটে জখম হন এক নিরাপত্তাকর্মী । অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । এর প্রেক্ষিতে দিলীপবাবু বলেন, "এদের (তৃণমূল কংগ্রেস) কাছে রাজনৈতিক ও গণতান্ত্রিকভাবে কোনও উপায় নেই । তাই অনৈতিকভাবে লড়াই করছে । "

ষষ্ঠ দফার ভোট কেমন চলছে ? সে প্রসঙ্গে দিলীপবাবু বলেন, "কয়েকটি বুথে গন্ডগোল হয়েছে । কয়েকটি বুথ থেকে EVM বিকলের খবর পাওয়া গেছে । এক জায়গায় আমাদের এজেন্টকে বসতে দেওয়া হয়নি । গতরাতে ভোটারদের ভয় দেখানো হয়েছে । তবে, আমরা এগুলির মোকাবিলা করব ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এদিকে, গতরাতে ঝাড়গ্রামে গোপীবল্লভপুরে এক BJP কর্মীর মৃত্যু হয় । ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে । তা নিয়ে দিলীপবাবু বলেন, "যত ভোট হচ্ছে তত হিংসার মাত্রা বাড়ছে । যেখানেই হারের মুখে দাঁড়িয়ে রয়েছে সেখানেই তৃণমূল কংগ্রেস হিংসার আশ্রয় নিচ্ছে । "

Last Updated : May 12, 2019, 1:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details