আসানসোল, 22 এপ্রিল : আসানসোলের প্রতিটি বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী । আসানসোলে এসে একথা বললেন রাজ্যের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক ।
আসানসোলের সব বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী : অজয় নায়েক - loksabha election 2019
আজ আসানসোলে আসেন বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক । তিনি জানান, আসানসোলে নির্বাচনে প্রতিটি বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী ।
29 এপ্রিল আসানসোল লোকসভাকেন্দ্রে ভোটগ্রহণ । আজ রাজ্যের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক আসানসোলে পর্যবেক্ষণে আসেন । তিনি বলেন, আসানসোলে সুষ্ঠু নির্বাচন হবে । আজ আসানসোলের সব দলের প্রতিনিধিদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন অজয় নায়েক । পাশাপাশি তিনি পর্যবেক্ষক , জেলাশাসক ও জেলা নির্বাচন আধিকারিদের সঙ্গেও বৈঠক করেন ।
আজ প্রতিটি রাজনৈতিক দলই আলাদাভাবে বিশেষ পর্যবেক্ষকের কাছে তাদের অভিযোগ জানিয়েছে । অজয় নায়েক বলেন, "সব দলের প্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে । তাঁরা নিজেদের অভিযোগ জানিয়েছেন । আমি নোট করেছি সব । ব্যবস্থা নেওয়া হবে । 100 শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে । আসানসোলে সুষ্ঠুভাবে নির্বাচন হবে । সেটা করার জন্য যা করার তাই ব্যবস্থা করা হবে ।"