কলকাতা, 28 এপ্রিল : যাদবপুরের BJP প্রার্থী অনুপম হাজরার নির্বাচনী প্রচারে গ্রেট খালি (আসল নাম দলীপ সিং রানা) যোগ দেওয়ায় বিতর্ক তৈরি হয়েছিল । এই বিষয়ে BJP নেতা মুকুল রায়ের দাবি, বাংলাদেশ এবং পাকিস্তানের নাগরিক ছাড়া বাকি সব দেশের নাগরিক ভারতে এসে প্রচার করতে পারেন । তিনি বলেন, "OCI (ওভারসিজ় সিটিজ়েনশিপ অফ ইন্ডিয়া) কার্ড হোল্ডাররা ভারতবর্ষে যেকোনও ধরনের কাজ করতে পারেন । ভারতের সংবিধান অনুযায়ী শুধু বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিকরা এই সুযোগ পান না । গ্রেট খালি OCI কার্ড হোল্ডার । তাই অনুপম হাজরার সঙ্গে তিনি প্রচারে গিয়ে বিধিভঙ্গ করেননি । তৃণমূলের লোকজন লেখাপড়া কম করেছে তাই এই বিষয়গুলি জানে না । "
গ্রেট খালি বাংলাদেশি নন, অনুপমের প্রচারে গিয়ে ভুল করেননি : মুকুল - anupam hazra
মুকুলবাবুর দাবি, গ্রেট খালি OCI কার্ড হোল্ডার । OCI কার্ড হোল্ডাররা ভারতে এসে প্রচার করতে পারবেন ।
![গ্রেট খালি বাংলাদেশি নন, অনুপমের প্রচারে গিয়ে ভুল করেননি : মুকুল](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3131540-thumbnail-3x2-mukul.jpg)
এছাড়াও তিনি হাওড়ায় আইনজীবী এবং পৌরকর্মীদের সংঘর্ষের ঘটনার তীব্র নিন্দা করেন । পাশাপাশি হাওড়ার পুলিশ কমিশনার বিশাল গর্গকে অবিলম্বে বরখাস্ত করার আর্জি জানিয়েছেন । মুকুলবাবু বলেন, "আমরা চাই হাওড়ার কমিশনার অফ পুলিশকে বরখাস্ত করা হোক । ২০১৬ সালে হাওড়ার কমিশনার অফ পুলিশকে পক্ষপাতিত্বের অভিযোগে তাঁর জায়গা থেকে সরানো হয়েছিল ।"
মুকুলবাবু আরও অভিযোগ করেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ভোটার লিস্টে ৩ জায়গায় নাম রয়েছে । এছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, "উনি বাংলার গণতন্ত্র রাখতে পারছেন না কিন্তু ভারতবর্ষের গণতন্ত্র রাখার জন্য নেচে বেড়াচ্ছেন । উনি নাকি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন !"