পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

রাজ্যে বর্ষা ঢোকার মুখে বাধা "বায়ু", চলবে অস্বস্তিকর গরম - hot

আগামী দু'দিন রাজ্যের পশ্চিম প্রান্তের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে । মূলত পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ চলবে । উপকূলের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 2-3 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে ।

রাজ্যে বর্ষা ঢোকার মুখে বাধা "বায়ু", চলবে অস্বস্তিকর গরম

By

Published : Jun 11, 2019, 8:39 PM IST

কলকাতা, 11 জুন : আগামী 48 ঘণ্টা কলকাতা সহ দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম ও আদ্রতা চলবে ৷ আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, এখনই দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস নেই । তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । "বায়ু" ঘূর্ণিঝড়ের প্রভাব এখনই পশ্চিমবঙ্গে পড়বে না বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ।

আগামী দু'দিন পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে । পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ চলবে । উপকূলবর্তী জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 2-3 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে ।

আবহাওয়া দপ্তরের তরফে জানা গেছে, আগামী 24 ঘণ্টায় ঘূর্ণিঝড় "বায়ু"-র শক্তি আরও বৃদ্ধি পাবে । 13 জুন সকালে "বায়ু" গুজরাত উপকূল অতিক্রম করবে । "বায়ু" বাংলায় বর্ষা ঢোকার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে । এর ফলে রাজ্যে বর্ষা আসতে দেরি হচ্ছে । "বায়ু" গুজরাত অতিক্রম করার পর বাংলায় বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details