জলপাইগুড়ি, 5 অক্টোবর : মিড-ডে মিলের চাল ও বাসনপত্র চুরির অভিযোগ । জলপাইগুড়ির বেগুনটারিতে অবস্থিত সোনাউল্লা প্রাথমিক বিদ্যালয়ের দরজা ভেঙে মিড-ডে মিলের চাল ও বাসন চুরি করে নিয়ে যাওয়ার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে ।
আজ সকালে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষক, শিক্ষিকারা স্কুলে গিয়ে দেখেন মিড-ডে মিলের ঘরের দরজা, জানালা ভাঙা । ঘরের ভেতরে ঢুকে দেখেন সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে । প্রায় 4 কুইন্টালের মতো চাল ও বাসনপত্র চুরি হয়েছে । ঘটনায় জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।