কলকাতা, 28 জুন : সরকারি কিংবা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে 70 শতাংশের বেশি সংখ্যালঘু ছাত্রছাত্রী থাকলেই তৈরি হবে ডাইনিং হল । গতকাল রাজ্য সরকারের এই নির্দেশিকা সামনে এসেছিল । তা নিয়ে আজ সাংবাদিকরা জিজ্ঞেস করলে মুখ্যমন্ত্রী বলেন, ধর্মের ভিত্তিতে স্কুলে ডাইনিং হল করা যাবে না ।
সামনে আসা নির্দেশিকা নিয়ে রাজ্য সরকারের তরফে জানা যায়, পুরো প্রকল্পটি সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের । এই দপ্তর এর আগেও সংখ্যালঘু ছাত্রছাত্রী অধ্যুষিত স্কুলগুলির উন্নয়নে বিভিন্নভাবে সাহায্য করেছে । এই ধরনের স্কুলগুলিকে বিশেষ সাহায্য করেছে ওই দপ্তর । সেভাবেই মানরিটি অ্যাফেয়ারস অ্যান্ড মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্ট ( MAMED)-র বিশেষ সচিব 14 জুন জারি করেন সেই নির্দেশিকা । যার মেমো নম্বর 1173MD/ 15011/10/2017 । এই নির্দেশিকায় 70 শতাংশ সংখ্যালঘু ছাত্রছাত্রী থাকা স্কুলগুলিকে চিহ্নিত করতে বলা হয়েছিল । এদিকে এই নির্দেশিকা সামনে আসতেই আসরে নামে BJP । রাজ্যের এই সিদ্ধান্তের সমালোচনা করে টুইটও করেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।