পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

বালুরঘাটের প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে কাটমানির অভিযোগ - Tmc

অঙ্গনওয়ারি ও পৌরসভায় চাকরি পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ । প্রাক্তন কাউন্সিলরের নামে এক সপ্তাহে তিনবার থানায় লিখিত অভিযোগ দায়ের।

কাটমানি নেওয়ার অভিযোগ

By

Published : Jul 1, 2019, 5:20 AM IST

বালুরঘাট, 1 জুলাই : প্রধানমন্ত্রীর আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার পর, এবার অঙ্গনওয়ারি ও পৌরসভায় চাকরি দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ বালুরঘাট পৌরসভার বিদায়ী কাউন্সিলার তথা তৃণমূল নেত্রী নীতা হাঁসদার বিরুদ্ধে । রবিবার ঘটনায় নতুন করে আরও তিনজন বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাঁর বিরুদ্ধে । বিগত আট দিনে তিনবার তৃণমূল নেত্রী নীতা হাঁসদার নামে অভিযোগ দায়ের হল বালুরঘাট থানায়। অভিযোগের পর থেকেই নিখোঁজ প্রাক্তন কাউন্সিলর ।

এ বিষয়ে, অভিযোগকারী সবিতা চক্রবর্তী ও জগদীশ কামেত জানান, অঙ্গনওয়ারি ও পৌরসভায় চাকরি পাইয়ে দেওয়ার নামে 35 ও 15 হাজার টাকা নীতা হাঁসদা ঘুষ নেন। চাকরি তো দূরের কথা । বছর দুয়েক আগে টাকা নিলেও এখন সেই টাকা ফেরত পাননি তারা । টাকা ফেরত চাইতে গেলে উলটে হুমকি দেওয়া হচ্ছে । মুখ্যমন্ত্রী যখন কাটমানি নিয়ে সরব হয়েছেন সেই সময় টাকা ফেরত পেতে অভিযুক্ত প্রাক্তন তৃণমূল কাউন্সিলারের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।

বালুরঘাট টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ চাকি বলেন, "অনেক আগেই অভিযোগ উঠেছিল নীতার বিরুদ্ধে। কিন্তু কেউ সরাসরি অভিযোগ জানায়নি সে সময়। এবার তাদের নেত্রী তথা মুখ্যমন্ত্রী কাটমানি ফেরত দিতে বলেছেন। সুতারাং আইন আইনের পথে চলবে ।" যদিও এ নিয়ে অভিযোগ ওঠা নীতা হাঁসদার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ABOUT THE AUTHOR

...view details