গোপালনগর, ৫ জুলাই : কিশোরীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হল প্রাক্তন প্রেমিক সহ দু'জনকে । উত্তর 24 পরগনার গোপালনগরের ঘটনা । ধৃতদের নাম নাজিমুল মোল্লা ও হাবিব তরফদার।
গোপালনগরে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, হেপাজতে প্রাক্তন প্রেমিক - গোপালনগরে ধর্ষণের ঘটনা
উত্তর 24 পরগনার গোপালনগরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ । গ্রেপ্তার প্রাক্তন প্রেমিক ও তার বন্ধু । ধৃতদের চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ ।
গোপালনগরের আকাইপুরের বাসিন্দা ওই কিশোরীর সঙ্গে সম্পর্ক ছিল নাজিমুলের । শুক্রবার সন্ধ্যায় ওই কিশোরী বাজারে গিয়েছিল । বাজার থেকে ফেরার সময় কথা বলার জন্য তাকে ডেকে পাঠায় নাজিমুল । অভিযোগ, কথা বলতে গেলে তাকে এলাকার একটি কলাবাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে সে । পরে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে তাকে ফের ধর্ষণ করে নাজিমুলের বন্ধু হাবিব । বিষয়টি জানার পরই শনিবার ওই কিশোরীর মা গোপালনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ।
অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে । তাদের বিরুদ্ধে POCSO আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ । আজ তাদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে চারদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক । কিশোরীর গোপন জবানবন্দী নেওয়া হয়েছে । শারীরিক পরীক্ষাও করা হয়েছে ।