পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

এবারের কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মন্দির কি খোলা থাকবে ? - তারাপীঠ মন্দির

কোরোনা সংক্রমণের কথা মাথায় রেখে ভিড় ঠেকাতে 12 আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত তারাপীঠ মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল ।

Tarapith
Tarapith

By

Published : Jul 13, 2020, 4:50 PM IST

তারাপীঠ, 13 জুলাই: কৌশিকী অমাবস্যায় ভিড় আটকাতে 12 অগাস্ট থেকে 20 অগাস্ট পর্যন্ত তারাপীঠ মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল । আজ রামপুরহাটে মহকুমা অফিসে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রতিবছরই কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে তারাপীঠে ভিড় করে কয়েক লাখ ভক্ত । শুধু এরাজ্য নয় ভিন রাজ্য থেকেও অনেকে কৌশিকী অমাবস্যার দিনগুলিতে পুুুজো দিতে আসেন। তবে এবছর কোরোনা সংক্রমণের কথা মাথায় রেখে ভিড় ঠেকাতে 12 আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত মন্দির বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হল।

আজ বৈঠকে ছিলেন বীরভূমের জেলাশাসক মৌমিতা গোদারা বসু, পুলিশ সুপার শ্যাম সিং, রামপুরহাটের মহকুমাশাসক শ্বেতা আগরওয়াল, তারাপীঠ মন্দির কমিটি, তারাপীঠ হোটেল অ্যাসোসিয়েশন, তারাপীঠ শ্মশান কমিটি ও কৃষিমন্ত্রী আশিস বন্দোপাধ্যায়।


তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, "খারাপ লাগলেও কিছু করার নেই । ধীরে ধীরে সারা দেশের সঙ্গে এই রাজ্যে কোরোনা সংক্রমণের হার বাড়ছে । মন্দির খোলা থাকলে ভক্তদের আটকানো সম্ভব হবে না । তাই জেলা প্রশাসনের সঙ্গে একমত হয়ে কৌশিকী অমাবস্যা চলাকালীন মন্দির বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" 14 অগাস্ট সকাল 9টা 47 মিনিট থেকে 19 অগাস্ট 8টা 23 পর্যন্ত আমাবস্যা চলবে।

ABOUT THE AUTHOR

...view details