পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

রাজীবের আবেদন শুনল না সুপ্রিম কোর্ট - Mamata banerjee

গ্রেপ্তারি এড়াতে মরিয়া রাজীবের আবেদন শুনতে চাইল না সুপ্রিম কোর্ট ।

রাজীব কুমার

By

Published : May 24, 2019, 12:50 PM IST

Updated : May 24, 2019, 2:18 PM IST

দিল্লি, 24 মে : আরও কয়েকদিনের রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন রাজীব কুমার। কিন্তু, তাঁর সেই আবেদন শুনল না শীর্ষ আদালত। তাঁকে কলকাতা হাইকোর্ট বা ট্রায়াল কোর্টে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ।

আজ সুপ্রিম কোর্টের বিচারপতি বলেন, "আপনি (রাজীব কুমার) কলকাতা হাইকোর্ট বা ট্রায়াল কোর্টে যেতে পারেন । সেখানে এখন (রাজ্যের আদালতে) কোনও ছুটি নেই । "

2012-13 সালে সারদা-রোজ়ভ্যালি চিটফান্ড কেলেঙ্কারি সামনে আসে । তদন্তের জন্য SIT গঠন করে রাজ্য সরকার । নেতৃত্বে ছিলেন রাজীব কুমার । পরে সুপ্রিম কোর্টের নির্দেশে চিটফান্ডের তদন্তভার হাতে নেয় CBI ।

এরপর সুপ্রিম কোর্টে রাজীবের বিরুদ্ধে তথ্যপ্রমাণ বিকৃতির অভিযোগ জানায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা । জিজ্ঞাসাবাদের জন্য রাজীবকে একাধিকবার সমনও পাঠায় তারা । তা এড়িয়ে যান রাজীব । তারপর জিজ্ঞাসাবাদের জন্য 3 ফেব্রুয়ারি CBI-এর একটি দল রাজীব কুমারের বাসভবনে যায় । সেখানে কলকাতা পুলিশের বাধার মুখে পড়ে তারা। তা নিয়ে শুরু হয় বিতর্ক । যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাতের অভিযোগ তুলে মেট্রো চ্যানেলে ধরনায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায় । সঙ্গে দেখা গিয়েছিল রাজীব কুমারকেও।

এরপর ফের সুপ্রিম কোর্টে যায় CBI। রাজীব কুমারকে CBI-এর সঙ্গে সহযোগিতার নির্দেশ দেয় প্রধান বিচারপতির বেঞ্চ । একইসঙ্গে তাঁকে গ্রেপ্তার করা যাবে না বলে রক্ষাকবচও দেওয়া হয়। এরপর শিলংয়ে পাঁচদিন জেরা করা হয় রাজীব কুমারকে । 17 মে তাদের দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার করে নেয় শীর্ষ আদালত । তবে 24 মে পর্যন্ত রাজীব কুমারকে কোনওভাবে গ্রেপ্তার করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়। এই সময়ের মধ্যে রাজীব কুমার আইনি সাহায্য নিতে পারবেন । কিন্তু, আইনজীবীদের কর্মবিরতির কারণে আদালতে আগাম জামিনের আবেদন জানাতে পারেননি তিনি। ফের যান শীর্ষ আদালতে । আবেদনের সময় বলেন, আইনজীবীদের কর্মবিরতির কারণে রাজ্যের আদালতগুলিতে কাজ হচ্ছে না । কিন্তু, অবকাশকালীন বেঞ্চ জরুরি ভিত্তিতে সেই আবেদন শুনতে চায়নি ।

গতকাল শীর্ষ আদালতে ফের আবেদন করেন রাজীব কুমার। কিন্তু, সেই আবেদন শুনতে চায়নি আদালত ।

Last Updated : May 24, 2019, 2:18 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details