পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

ফেল করলে সরকার দায়িত্ব নেবে? দু'মাস ছুটির প্রতিবাদে বিক্ষোভ পড়ুয়াদের - two month

চাই না দু'মাসের ছুটি । এই দাবি জানিয়ে বিক্ষোভ দেখাল বেরুবাড়ি তপশিলি ফ্রি হাইস্কুলের পড়ুয়ারা । আমরা ফেল করলে কি সরকার দায়িত্ব নেবে ? প্রশ্ন পড়ুয়াদের ।

স্কুলের সামনে বিক্ষোভে পড়ুয়ারা

By

Published : May 4, 2019, 2:17 PM IST

জলপাইগুড়ি, 4 মে : দু'মাস ছুটি চাই না । কমাতে হবে ছুটির দিন । এই দাবিতে বিক্ষোভ দেখাল পড়ুয়ারা । ঘটনাটি জলপাইগুড়ির বেরুবাড়ি তপশিলি ফ্রি হাইস্কুলের ।

ফণীর জন্য শুক্রবার ও শনিবার ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার । তারপর থেকে শুরু হবে গরমের ছুটি । রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী 30 জুন পর্যন্ত থাকবে গরমের ছুটি । আর তাতেই ক্ষুব্ধ তাপশিলি ফ্রি হাইস্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীরা । তাদের দাবি, সামনেই মাধ্যমিক পরীক্ষা । কিছুদিন আগেই সিলেবাস শুরু হয়েছে । দু'মাস পর পরীক্ষা । দু'মাস যদি ছুটি থাকে, তাহলে সিলেবাস শেষ হবে কী করে? আর তাই ছুটি কমানোর দাবি জানিয়ে গতকাল স্কুলের সামনে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা ।

বেরুবাড়ি তপশিলি ফ্রি হাইস্কুলের মোট পড়ুয়া 1200 । মাধ্যমিক পরীক্ষার্থী 200 জন । উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী 120 জন । পরীক্ষার্থীদের অধিকাংশই নিম্নবিত্ত পরিবারের।তাদের গৃহশিক্ষক নেই । তাই পঠনপাঠনে স্কুলই ভরসা । ফলে দু'মাসের ছুটি ঘোষণা হওয়ায় চিন্তায় পড়েছে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

পূজা রায় বলে, "আমি এবার মাধ্যমিক পরীক্ষা দেব । যদি ফেল করি , তাহলে সরকার কি আমাদের দায়িত্ব নেবে ? এতদিন পড়াশোনা করছি । কোনওদিন দু'মাস ছুটি দেওয়া হয়নি । আমাদের সিলেবাস শেষ না হলে পরীক্ষায় পাশ করব কীভাবে ? আমরা চাই ছুটির মেয়াদ কমিয়ে দেওয়া হোক ।"

এবিষয়ে স্কুলের প্রধান শিক্ষক অমিতাভ নিয়োগী বলেন, "আমরা পড়ুয়াদের দাবি উপরমহলে জানিয়েছি । এটা তো গ্রামের স্কুল । প্রায় 90 শতাংশ পড়ুয়া স্কুলের পঠনপাঠনের ওপর নির্ভরশীল । তাই ওদের দাবি কোনওভাবেই ফেলে দেওয়া যায় না। কিন্তু আমরা তো সরকারি নির্দেশিকা অমান্য করতে পারি না ।"

ABOUT THE AUTHOR

...view details