পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

গ্রাম থেকে শহরে এসে মানাতে পারল না মেধাবী ছাত্র ! নিখোঁজ সেন্ট জ়েভিয়ার্সের পড়ুয়া - Singure

সেন্ট জ়েভিয়ার্স কলেজ থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল ফিজ়িক্স অনার্সের প্রথম বর্ষের ছাত্র ।

কলেজ

By

Published : Aug 2, 2019, 9:23 PM IST

Updated : Aug 2, 2019, 10:51 PM IST

কলকাতা , 2 অগাস্ট : সেন্ট জ়েভিয়ার্স কলেজ থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল ফিজ়িক্স অনার্সের প্রথম বর্ষের ছাত্র । তার নাম ঋষিক কোলে (18) । এবার উচ্চমাধ্যমিকে ভালো ফল করেছে সে । সেই সুবাদেই সুযোগ পায় সেন্ট জ়েভিয়ার্স কলেজে । কিন্তু গতকাল থেকে কোন খোঁজ নেই তার । ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ ।

আরও পড়ুন : টিকটকে ভিডিয়ো শেয়ার করতে নদীতে ঝাঁপ !

দিন কয়েক আগেই সিঙ্গুরের অপূর্বপুর গ্রাম থেকে কলকাতায় আসেন ঋষিক । অঙ্কের ভালো ছাত্র হিসেবে সুনাম আছে তার । মঙ্গল ও বুধবার কলেজের মোট চারটি ক্লাস করে সে । এরপরই গতকাল সকালে হোস্টেল থেকে বালতি কিনতে যাচ্ছি বলে বেরিয়ে যায় । হস্টেলের রুম মেটকে বলে, মল্লিকবাজার থেকে বালতি কিনে হস্টেলে রেখে তারপর কলেজে যাবে । কিন্তু আর ফেরেনি । প্রথমে তার রুমমেটই বিষয়টি জানায় হস্টেল কর্তৃপক্ষকে । পরে খবর যায় পুলিশে । তদন্তে নামে পুলিশ । CCTV ফুটেজ খতিয়ে দেখে পুলিশ বুঝতে পারে ব্যাগ নিয়ে কলেজের উলটো দিকে রাস্তায় হেঁটে বেরিয়ে যাচ্ছে ঋষিক । তার মোবাইল ফোন বন্ধ । পুলিশ তার শেষ টাওয়ার লোকেশন পেয়েছে বেকবাগানে ।

তদন্তে নেমে পুলিশ জিজ্ঞাসাবাদ করে তার রুমমেট ও সহপাঠীদের । তারা পুলিশকে জানায়, নিজের সমস্যার কথা তাদের বলেছিল ঋষিক । আসলে এমন সমস্যা ভীষণভাবেই পরিচিত । অনেকের ক্ষেত্রেই এই সমস্যা হয় । তার জেরে অনেক সময়ই অনেকে তিলে তিলে শেষ হয়ে গেছে । গ্রাম থেকে শহরে এসে ঠিকভাবে মানিয়ে নিতে পারছিল না ঋষিক । তার গ্রামের স্কুলে বাংলাতেই চলত পড়াশোনা । কলেজে সবটাই পালটে যায় । যোগাযোগের মাধ্যমটাও হয়ে পড়ে হিন্দি এবং ইংরেজি । সঙ্গে সহপাঠীদের চলন-বলন আদব-কায়দাও একেবারে অন্যরকম । আর সেটাই সমস্যা হচ্ছিল তার । তবে কি সেই কারণেই পালিয়ে গেলে সে ? আজ কলকাতা গোয়েন্দা প্রধান মুরলিধর শর্মার কাছে এসেছিলেন ঋষিকের বাবা । একটাই আর্জি নিয়ে । যেভাবেই হোক খুঁজে দিন ছেলেকে ।

Last Updated : Aug 2, 2019, 10:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details