রায়গঞ্জ, 19 এপ্রিল : চোপড়ার মকদুমিতে তৃণমূল ও BJP-র সংঘর্ষে গুলিবিদ্ধ হল এক কিশোর। নাম মহম্মদ আবদুল। তাকে তড়িঘড়ি চোপড়া দলুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় চোপড়া থানার পুলিশ। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
চোপড়ায় তৃণমূল-BJP সংঘর্ষ, গুলিবিদ্ধ কিশোর
চোপড়ার মকদুমিতে তৃণমূল ও BJP-র সংঘর্ষে গুলিবিদ্ধ হল এক কিশোর।
আজ সকালে চোপড়া থানার মকদুমি গ্রামে তৃণমূল ও BJP-র সংঘর্ষ বাধে। উভয়পক্ষের গুলির লড়াই চলে। এইসময় গুলি লাগে স্থানীয় কিশোর মহম্মদ আবদুলের পায়ে। ক্লাস সেভেনের ছাত্র আবদুল বলে, "ওখানে গন্ডগোল চলছিল, গুলিও চলছিল। চেঁচামেচি শুনে আমি বাড়ির বাইরে যাই। গুলি এসে আমার পায়ে লাগে।" এই বিষয়ে, আবদুলের মামা আসফাক বলেন, "মকদুমিতে BJP- তৃণমূলের ঝামেলা চলছিল। বাচ্চা ছেলে বুঝতে পারেনি। চিৎকার শুনে ছুটে যায়। পরে দেখি ওর পায়ে গুলি লেগেছে। তারপর আমরা ওকে চোপড়া হাসপাতালে নিয়ে যাই।"
আপাতত সুস্থ আবদুল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।