পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

নারায়ণপুরের গির্জার চুরি যাওয়া ঘণ্টা রাস্তায় রেখে গেল চোর

নারায়ণপুর গ্রামের গির্জা থেকে গত শনিবার চুরি যায় দুই কুইন্টাল ওজনের ঘণ্টা। বিষয়টি নিয়ে রামপুরহাট থানায় লিখিত অভিযোগ করা হয়। কিন্তু আজ সকালে রাস্তায় পড়ে থাকতে দেখা যায় ঘণ্টাটিকে।

Rampurhath
Rampurhath

By

Published : Jul 13, 2020, 11:07 PM IST

Updated : Jul 14, 2020, 6:03 AM IST

নারায়ণপুর, 13 জুলাই: রামপুরহাট থানার 1 নম্বর ব্লকের নারায়ণপুর গ্রামের গির্জা । এলাকার একটি ঐতিহ্যবাহী জায়গা। 1978 সালে ডেনিস সমাজসেবী ইলেন লাওরসন গির্জাটির প্রতিষ্ঠা করেছিলেন। তারপর থেকে এলাকাবাসী এই গির্জার ঘণ্টার শব্দ শুনে ঘুম থেকে উঠতে অভ্যস্ত। গত শনিবার হঠাৎই গির্জার এক সদস্য দেখতে পান গির্জার একদম চূড়ায় থাকা ঘণ্টাটি নেই। বিষয়টি নিয়ে রামপুরহাট থানায় লিখিত অভিযোগ করা হয়। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে রামপুরহাট থানার পুলিশ। আজ সকালে নারায়ণপুর মিশন গার্লস হাইস্কুলের সামনে বস্তাবন্দী অবস্থায় ঘণ্টাটি পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। রামপুরহাট থানার পুলিশ গিয়ে ঘণ্টাটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন 2 জনকে রামপুরহাট থানায় ডাকাও হয় ।

নারায়ণপুরের বিশিষ্ট সমাজসেবী আমানতউল্লা জামান ঘটনা প্রসঙ্গে বলেন, "আমরা আশ্চর্য হয়ে গেছিলাম । কীভাবে এত বড় ঘণ্টা চোরে খুলে নিয়ে যেতে পারে ? বিষয়টি নিয়ে রামপুরহাট থানায় আমি নিজে কথা বলি। কারণ আমাদের নারায়ণপুর গ্রামের ছোটো থেকে বড় সবাই এই ঘণ্টার আওয়াজ শুনে অভ্যস্ত। "

নারায়ণপুর গির্জা কমিটির সভাপতি প্রদীপ সরদার বলেন, "খুবই দুঃখজনক ঘটনা। যারা এই ঘটনা ঘটিয়েছে ঈশ্বর এদের ক্ষমা করুক। ঘণ্টাটি ফেরত পেয়ে আমরা আনন্দিত।"

নারায়ণপুর গির্জার সৌমেন কাইথোয়ার বলেন, "প্রায় কয়েক দশক পর গতকাল গির্জায় প্রার্থনায় বসার আগে ঘণ্টা বাজেনি। আমাদের প্রার্থনা ঈশ্বর শুনেছেন, আমরা ঘণ্টাটি ফেরত পেয়েছি। "

Last Updated : Jul 14, 2020, 6:03 AM IST

ABOUT THE AUTHOR

...view details