পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

নিজের খেলোয়াড় জীবনের কথা বলে সুনীলদের অনুপ্রাণিত করছেন স্টিমাচ - igor stimac

5 জুন থেকে শুরু হচ্ছে কিংস কাপ । সাম্প্রতিককালে ভারতীয় দলের পারফরম্যান্স যথেষ্ট ভালো । নতুন কোচের অধীনে ভালো খেলার ধারাবাহিকতা বজায় রাখাই পাখির চোখ সুনীল ছেত্রীদের । শুধুমাত্র হাড়ভাঙা অনুশীলন নয়, ভারতীয় ফুটবলারদের নিজের খেলোয়াড় জীবনের অভিজ্ঞতার কথা শুনিয়ে অনুপ্রাণিত করছেন ।

স্টিমাচ

By

Published : May 29, 2019, 8:26 PM IST

কলকাতা, 29 মে : ভারতীয় দলের কোচের দায়িত্ব নিয়েই রোগ ধরার কাজে নেমে পড়েছেন ইগর স্টিমাচ । ক্রোয়েশিয়ান কোচ সদ্য সুনীল ছেত্রী, গুরপ্রীত সিংদের দায়িত্ব নিয়েছেন । 5 জুন থেকে শুরু হচ্ছে কিংস কাপ । ভারতীয় দল এই টুর্নামেন্টে স্টিমাচের কোচিংয়ে প্রথমবার খেলবে । দায়িত্ব নেওয়ার পরে সাফল্য পাওয়াকে পাখির চোখ করছেন ইগর । সেই কারণে তিনি ভারতীয় দলের শিবিরে প্রতিটি ফুটবলারের সঙ্গে আলাদা করে কথা বলছেন । নতুন কোচের এই উদ্যোগে মুগ্ধ ফুটবলাররা ।

জোবি জাস্টিন ইতিমধ্যে জানিয়েছেন, তিনি ভারতীয় দলের শিবিরে নতুন কোচের অধীনে প্র্যাকটিস করে মানসিকভাবে ও শারীরিকভাবে শক্তিশালী হয়েছেন । তার মত বাকি ফুটবলাররাও স্টিমাচের কোচিংয়ে খুশি । ডায়েট চার্ট, দিনযাপন, ম্যাচ নিয়ে ভাবনা চিন্তার যাবতীয় পদ্ধতি ফুটবলারদের শেখাচ্ছেন স্টিমাচ । ট্রেনিং এর নতুন নতুন পদ্ধতিতে ফুটবলাররাও অনুপ্রাণিত । শুধু তাই নয় দলগত সংহতি ধরে রাখার ওপর জোর দিচ্ছেন তিনি ।

ত্রিদেশীয় টুর্নামেন্ট কিংস কাপে ভারতীয় দল 5 জুন প্রথম ম্যাচ খেলবে । এই টুর্নামেন্টে বাকি দুটো দল সুরিনাম ও থাইল্যান্ড । সাম্প্রতিককালে ভারতীয় দলের পারফরম্যান্স যথেষ্ট ভালো । নতুন কোচের অধীনে ভালো খেলার ধারাবাহিকতা বজায় রাখাই পাখির চোখ সুনীল ছেত্রীদের । শুধুমাত্র হাড়ভাঙা অনুশীলন নয়, ভারতীয় ফুটবলারদের নিজের খেলোয়াড় জীবনের অভিজ্ঞতার কথা শুনিয়ে অনুপ্রাণিত করছেন । তাই স্টিমাচ যুগে মেন ইন ব্লু -র সাজঘরে নতুন ভাবনার হাওয়া ।

ABOUT THE AUTHOR

...view details