পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

গান্ধি মূর্তি বসাতে দেয়নি রাজ্য, শিলিগুড়ির পার্কে বসছে দশ মনিষীর মূর্তি - Statues of 10 idols of Bengal renaissance

পুজোর আগেই শহরে সবুজায়নের লক্ষে কিছু রাস্তার দুধারে গাছ লাগাবে পৌরনিগম । পাঁচ কোটি টাকা খরচ করে বস্তি এলাকায় রাস্তা নির্মাণ, সংস্কারের কাজ করা হবে । পাশাপাশি শহর জুড়ে কিছু পথ নির্দেশক বোর্ড বসাবে পৌরনিগম । সাজিয়ে তোলা হবে শিলিগুড়িকে ।  জানালেন অশোক ভট্টাচার্য ।

অশোক ভট্টাচার্য
অশোক ভট্টাচার্য

By

Published : Sep 15, 2020, 9:05 PM IST

শিলিগুড়ি, 15 সেপ্টেম্বর : শিলিগুড়িতে কোর্ট মোড়ে মহাত্মা গান্ধির আবক্ষ মূর্তি বসাতে চেয়েছিল শিলিগুড়ি পৌরনিগম । পূর্ত দপ্তরের অনুমতি ছাড়া সেই কাজ আটকে দিয়েছে রাজ্য সরকার । ক্ষোভের জেরে এবার নিজেদের পার্কে দশজন মনিষীর মূর্তি বসাচ্ছেন অশোক ভট্টাচার্য ।

শিলিগুড়ি কোর্ট মোড় এলাকায় গান্ধিজির আবক্ষ মূর্তি বসাতে দিন কয়েক আগেই খোড়াখুড়ির কাজ শুরু করেছিল পৌরনিগম । কিন্তু বিনা অনুমতিতে পূর্ত দপ্তরের জমিতে ওই মূর্তি বসাতে বাধা দিয়ে কাজ আটকে দেওয়া হয় । এই ঘটনার জেরে আজ ক্ষোভ প্রকাশ করে অশোক ভট্টাচার্য বলেন, “এ যেন রাজার দল আর রাজার পার্টি । রাজার ইচ্ছে হচ্ছে গান্ধিজির আবক্ষ মূর্তি বসাতে বাধা দিচ্ছে । রাজ্য সরকারের জবাবদিহিতা করতে হবে । রাস্তাজুড়ে বহু এলাকা দখল হচ্ছে । কোথাও চায়ের দোকান চলছে ,কোথাও বা অফিস ক্লাব তৈরি হচ্ছে, সেই সবে কারও ভ্রুক্ষেপ নেই । কিন্তু আমরা গান্ধিজির আবক্ষ মূর্তি বসাতে চেয়েছিলাম রাস্তার পাশে অব্যবহৃত জমিতে । সেই কাজ পূর্ত দপ্তর আটকে দিয়েছে । কিন্তু আমরা থেমে থাকব না । 26 সেপ্টেম্বর বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে শিলিগুড়ি পার্কে বসানো হবে নবজাগরণের পথিকৃৎ মনীষীদের মূর্তি।”

তিনি জানান, শিলিগুড়ি পার্কে সৌন্দর্যায়নের অঙ্গ হিসেবে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ডিরোজ়িও, ঠাকুর পঞ্চানন বর্মা, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, মাইকেল মধুসূদন দত্ত, অক্ষয় কুমার দত্ত, বঙ্কিমচন্দ্র এবং ঋষি অরবিন্দের মূর্তি বসানো হবে ।

সাংবাদিক বৈঠকে পৌর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য জানান, পুজোর আগেই শহরে সবুজায়নের লক্ষে কিছু রাস্তার দুধারে গাছ লাগাবে পৌরনিগম । পাঁচ কোটি টাকা খরচ করে বস্তি এলাকায় রাস্তা নির্মাণ, সংস্কারের কাজ করা হবে । পাশাপাশি শহর জুড়ে কিছু পথ নির্দেশক বোর্ড বসাবে পৌরনিগম । সাজিয়ে তোলা হবে শিলিগুড়িকে ।

তিনি অভিযোগ করেন, পৌরনিগমের কাজে বাধা দিচ্ছে পূর্ত দপ্তর, SJDA । অথচ বিনা অনুমতিতে ওরা পৌর এলাকায় নানা কাজ করতে চাইছে । সমস্ত ক্ষেত্রেই একই নিয়ম মানা উচিত।

তবে সংঘাতের মাঝেও প্রাক্তন পৌর চেয়ারম্যান দিলিপ সিংকে কোঅর্ডিনেটর চেয়ারম্যান এবং প্রাক্তন বিরোধী দলনেতা রঞ্জন সরকারকে কোঅর্ডিনেটর অপোজ়িশন লিডার হিসেবে মনোনীত করতে পৌরনিগম যে প্রস্তাব দিয়েছিল তা রাজ্য সরকার মেনে নিয়েছে বলে জানান অশোক ভাট্টাচার্য । তিনি বলেন, “রাজ্যের তরফে সব ক্ষেত্রে সহযোগিতা পাচ্ছি না । কিন্তু শিলিগুড়িতে উন্নয়নের কাজ চলবে । আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ”

এদিকে এ প্রসঙ্গে পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন, “উনি এখন নির্বাচিত মেয়র নন । রাজ্য সরকারের প্রতিনিধি হিসেবে প্রশাসক বোর্ডের চেয়ারম্যান । তাই রাজ্যের সঙ্গে সংঘাতের বদলে আলোচনার ভিত্তিতে কাজ করা উচিত পৌরনিগমের ।”

ABOUT THE AUTHOR

...view details