শিলিগুড়ি, 17 মে : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় ABVP-র কোনও হাত নেই । রাজনৈতিক ফায়দার জন্য তৃণমূল কংগ্রেস ষড়যন্ত্র করেছে । আজ শিলিগুড়িতে ABVP-র ন্যাশনাল একজ়িকিউটিভ কাউন্সিলের তরফে এই দাবি করা হয় । পাশাপাশি, ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য কলকাতা হাইকোর্টের বিচারপতিদের তত্ত্বাবধানে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনের দাবি জানায় তারা ।
মঙ্গলবার কলকাতায় অমিত শাহর রোড শো'কে কেন্দ্র ব্যাপক উত্তেজনা ছড়ায় । কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের সামনে তৃণমূল কংগ্রেস ও BJP-র কর্মী-সমর্থকরা ইট ছোড়াছুড়ি করে । দু'পক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ হয় । বিদ্যাসাগর কলেজের সামনে উত্তেজনা আরও বাড়ে । ভেঙে ফেলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি । সেই দায় কার, তা নিয়ে তৃণমূল ও BJP-র মধ্যে চাপানউতোর শুরু হয় । দু'পক্ষই একে অপরের বিরুদ্ধে মূর্তি ভাঙার অভিযোগ তোলে । ভাঙচুরের ঘটনায় BJP-র শাখা সংগঠন ABVP-র নাম জড়ায় ।
সে প্রসঙ্গে ABVP-র ন্যাশনাল একজ়িকিউটিভ কাউন্সিলের সদস্য গণেশ কমতি বলেন, "এখানে ABVP-র কোনও যোগ ছিল না । BJP-র রোড-শো ছিল । মূর্তি ভেঙেছে তৃণমূল কংগ্রেসের লোকেরা । BJP-র লোকেরা কী করেছে সেটা তাদের বিষয় । ABVP-র নাম কেন বারবার তোলা হচ্ছে ?" তাঁর দাবি, ভোটের আগে তৃণমূলের লোকজন মূর্তি ভেঙে ABVP-র ঘাড়ে দোষ চাপাচ্ছে । তাঁর কথায়, "কলেজটি ইভিনিং কলেজ নয় । তাহলে সন্ধ্যা সাড়ে 6টার সময় সেখানে একটি ছেলে ছিল ! সে পড়ুয়া নয় । তারপর তাকে সাংবাদিক বৈঠকে বসিয়ে দাবি করা হল, তার হাত ভেঙে গেছে । পরে জানা গেল, চারদিন বাইক দুর্ঘটনায় তার হাত ভেঙে গেছে । ঘটনার দিন একজনের মাথায় ব্যান্ডেজ করা ছিল । 10 মিনিটের মধ্যে ব্যান্ডেজ খুলে মিছিলে সামিল হল । এটা পুরো ষড়যন্ত্র । তৃণমূল আমাদের ফাঁসানোর জন্য করেছে । "
যদিও গণেশের দাবি নিয়ে একাধিক মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে । তাদের যুক্তি, বিদ্যাসাগর কলেজের ভৌতবিজ্ঞান, ভূগোল সহ বেশ কয়েকটি বিষয়ের ক্লাস সন্ধ্যায় হয় । সেজন্য সেই সময় কলেজে চত্বরে ছাত্র থাকার মধ্যে কোনও অস্বাভাবিকতা নেই । পাশাপাশি, কলকাতা ও প্রেসিডেন্সি সহ কলকাতার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়তে ক্লাস শেষের পরও পড়ুয়া থাকার রেওয়াজ রয়েছে । তাই ঘটনার দিন নির্দিষ্ট উদ্দেশ্যে পড়ুয়ারা কলেজ চত্বরে ছিল, এই যুক্তি যুক্তি ধোপে টেকে না ।
অপরদিকে, বিদ্যাসাগরের মূর্তির পিছনে একটি CCTV বসানো ছিল । ঘটনার পর BJP ও ABVP-র তরফে CCTV ফুটেজ প্রকাশের দাবি তোলা হয়েছে । গতকাল বিদ্যাসাগর কলেজের গৌতম কুণ্ডু জানান, CCTV খারাপ থাকায় কোনও ফুটেজ পাওয়া যায়নি । আর এটাকেই হাতিয়ার করেছে ABVP । তাদের বক্তব্য, "বিদ্যাসাগরের নামে ভোটব্যাঙ্কের রাজনীতির পরদা ফাঁস হয়ে গেছে । " এছাড়া, গতকাল মূর্তি ভাঙার ঘটনায় ছয় সদস্যের বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করে কলকাতা পুলিশ । কিন্তু, সেই তদন্তে তাদের ভরসা নেই বলে দাবি ABVP-র । তাই গণেশ বলেন, "কলকাতা হাইকোর্টের বিচারপতিদের তত্ত্বাবধানে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হোক ।"