আলিপুরদুয়ার, 22 এপ্রিল : পর্যটকদের জন্য সুখবর । ভোটপর্ব মিটতেই ডুয়ার্সের জঙ্গলে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে এক শৃঙ্গ গন্ডারদের আরও একটি চারণভূমি । আলিপুরদুয়ার জেলার পাতলাখাওয়ায় রসমতী জঙ্গলে রয়েছে এই চারণভূমি । প্রায় দশ বছর আগে বামজমানায় এই প্রকল্প শুরু করেছিলেন তৎকালীন বনমন্ত্রী যোগেশ চন্দ্র বর্মণ ।
বনবিভাগ জানিয়েছে, গন্ডারদের এই নতুন চারণভূমি খোলার পেছনে দুটি উদ্দেশ্য রয়েছে । প্রথমত, রসমতীর জঙ্গলে কোচবিহারের রাজারা একদা মৃগয়া করতেন । সে সময়ে এই জঙ্গলে বাঘ, হাতি, গন্ডার সবই ছিল । পরবর্তীতে চোরাশিকার ও কাঠ মাফিয়াদের দাপটে একসময়ে কার্যত ধু ধু মাঠে পরিণত হয়েছিল কোচরাজাদের ওই মৃগয়াক্ষেত্র । সেই মৃগয়ার স্মৃতি বাঁচিয়ে রাখা বনবিভাগের উদ্দেশ্য । দ্বিতীয় উদ্দেশ্য হল জলদাপাড়া এবং গরুমারা জাতীয় উদ্যানের উপর থেকে পর্যটকদের অতিরিক্ত চাপ কমানো ।
বনবিভাগ সূত্রে জানা গেছে, প্রথম ধাপে জলদাপাড়া থেকে পাঁচটি গন্ডার এনে ছাড়া হবে এই জঙ্গলে । বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণ বলেন, "জলদাপাড়া থেকে দুটি পুরুষ ও তিনটি মাদি গন্ডার রসমতিতে ছাড়া হবে। দিল্লির অনুমোদন আগেই চলে এসেছে । এবার আমাদের কিছু নিয়মকানুন রয়েছে। যে গন্ডারগুলিকে ছাড়া হবে সেগুলিকে চিহ্নিত করে ডাক্তারি পরীক্ষার ব্যাপার রয়েছে ।"