পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

পরবর্তী টেট কবে ? আগামী বৃহস্পতিবার হাইকোর্টে জানাতে পারে রাজ্য - High court

আজ এই মামলাটি বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাসে ওঠে । টেট সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে আগামী বৃহস্পতিবার রাজ্য সরকার হাইকোর্টে জানাবেন । সেই দিনই এই মামলার পরবর্তী শুনানি হবে ।

পরবর্তী টেট কবে ? আগামী বৃহস্পতিবার হাইকোর্টে জানাতে পারে রাজ্য

By

Published : Jun 10, 2019, 7:59 PM IST

কলকাতা, 10 জুন : আগামী বৃহস্পতিবার হাইকোর্টে টেটের তারিখ জানাতে পারে রাজ্য । সেই দিনই টেট সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি হবে ।

এ রাজ্যে ২০১৪ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী ২০১৫ সালে প্রাইমারি টেট পরীক্ষা হয় । এরপর ২০১৭ সালে পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়া হলেও সেই পরীক্ষা এখনও নেওয়া হয়নি । অথচ NCTE গাইডলাইন মোতাবেক প্রতিবছর টেট পরীক্ষা নেওয়া বাধ্যতামূলক । সেই কারণে অবিলম্বে টেট পরীক্ষা নেওয়ার দাবিতে একাধিক পরীক্ষার্থী হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন । এ বছর ১৯ এপ্রিল এই মামলা করা হয় । আজ বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাসে এই মামলার শুনানি হয় । মামলার পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার ।

মামলাকারীদের তরফে আইনজীবী ফিরদৌস শামিম বলেন, "এ রাজ্যে ২০১৫ সালের পর আর কোনও প্রাইমারি টেট পরীক্ষা নেওয়া হয়নি । ২০১৭ সালে বিজ্ঞপ্তি দেওয়া হলেও সেই পরীক্ষা আজও হয়নি । কয়েকলাখ চাকরি প্রার্থী ১০০ টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন । NCTE-র গাইডলাইনে বলা আছে প্রতিবছর অন্তত একবার টেট পরীক্ষা নিতে হবে । কিন্তু রাজ্য এই ব্যাপারে ব্যর্থ । অবিলম্বে পরীক্ষা নেওয়ার দাবিতেই মূলত মামলা করেছেন চাকরিপ্রার্থীরা । এ রাজ্যের ছেলে-মেয়েদের হাইকোর্টে মামলা করে পরীক্ষার আবেদন জানাতে হচ্ছে । এই ঘটনা দুর্ভাগ্যজনক ।"

আজ এই মামলাটি বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাসে ওঠে । টেট সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে আগামী বৃহস্পতিবার রাজ্য সরকার হাইকোর্টে জানাবে । ২০১৪ সালের বিজ্ঞপ্তি অনুয়ায়ী ২০১৫ সালে যে প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় একাধিক প্রশ্নের অপশন ভুল ছিল । এই মর্মে হাইকোর্টে একাধিক মামলা এখনও বিচারাধীন । কিছুদিন আগেই বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, ২০১৪ সালের টেট উত্তীর্ণদের অবিলম্বে সার্টিফিকেট দিতে হবে ।

ABOUT THE AUTHOR

...view details