কলকাতা, 3 মে : মধ্যরাতে রাজ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ফণী । এই দুর্যোগের মোকাবিলা করতে প্রস্তুত রাজ্য সরকার । দপ্তর থেকে রাত জেগে পরিস্থিতির উপর নজর রাখবেন পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম । বিপর্যয়ের খবর জানানোর জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়েছেন তিনি । সেই নম্বরে যোগাযোগ করতে পারবেন বিপর্যস্তরা । ইতিমধ্যেই পৌরনিগমের প্রধান কার্যালয় থেকে গাড়ি করে ত্রিপল, ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে বিভিন্ন বোরো অফিসে । 16টি বোরোতে ত্রাণ শিবির খোলা হয়েছে । শাড়ি ,বাচ্চাদের কাপড়-জামা, ওষুধ থাকছে ত্রাণ সামগ্রীতে।
সারারাত খোলা পৌরনিগম, নজর রাখবেন মেয়র
ফণীর মোকাবিলায় তৎপর রাজ্যসরকার । জরুরি পরিষেবার জন্য 033-22861212, 033-22861313, 033-22861414 নম্বরে ফোন করে যোগাযোগ করা যাবে ।
ইতিমধ্যেই ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরনিগম । আজ সারারাত কলকাতা পৌরনিগমের সদর দপ্তর খোলা রাখা হবে । শহরের কিছু বিপজ্জনক বাড়িকে চিহ্নিত করে সেখান থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে । পৌরনিগম সংযুক্ত এলাকাগুলির বিশেষ করে বস্তি অঞ্চলের মানুষদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ত্রাণ শিবিরে । সেখানে পৌরনিগমের পক্ষ থেকে জামা-কাপড়, খাবার, পানীয় জলের পাউচ ও ত্রিপল পৌঁছে দেওয়া হচ্ছে । খোলা হয়েছে কন্ট্রোলরুম । জরুরি পরিষেবার জন্য 033-22861212, 033-22861313, 033-22861414 নম্বরে ফোন করে যোগাযোগ করা যাবে । পাম্পিং স্টেশনগুলোতেও হাই অ্যালার্ট দেওয়া হয়েছে ।
পৌর ও নগরোন্নয়ন দপ্তরের তরফে জানানো হয়েছে, শিয়ালদায় যারা আটকে পড়বে তাদের জন্য এন্টালিতে আশ্রয়স্থান তৈরি করা হয়েছে । কলকাতায় বহুতল তৈরিতে যেসব ক্রেন ব্যবহার করা হয় , সেগুলো সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফেও জানানো হয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়েও আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে ।