পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

বেড়েই চলেছে ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ, রাজ্যপালের দ্বারস্থ কর্মচারী সংগঠন - State Government

চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে । এর আগেও, একাধিকবার সেই মেয়াদ বাড়ানো হয়েছিল । তাই রাজ্যপালের কাছে দ্বারস্থ হচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা ।

ছবিটি প্রতীকী

By

Published : Jun 8, 2019, 6:23 AM IST

কলকাতা, 8 জুন : ক্রমশ বাড়ছে ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ । এর প্রতিবাদে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর দ্বারস্থ হচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা । আগামী 22 জুন রাজভবনে রাজ্যপালের সঙ্গে তাঁরা দেখা করবেন ।

2015 সালের 27 নভেম্বর ষষ্ঠ বেতন কমিশন গঠন করে রাজ্য । অর্থনীতিবিদ অভিরূপ সরকারকে কমিশনের চেয়ারম্যান পদে বসানো হয় । তখন কমিশনের সুপারিশ দ্রুত কার্যকর করার আশ্বাস দিয়েছিল রাজ্য । যদিও কার্যক্ষেত্রে প্রতি বছরই কমিশনের মেয়াদ বাড়ানো হচ্ছে । সম্প্রতি কমিশনের মেয়াদ আরও সাত মাস বাড়িযে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে । এর জেরে সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভের পারদ চড়েছে ।

ইতিমধ্যে খোলা চিঠি দিয়ে কমিশনের চেয়ারম্যানের ইস্তফার দাবি করেছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ় । আর এবার রাজ্যপালের দ্বারস্থ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পেনসনার্স ফেডারেশন ।

ABOUT THE AUTHOR

...view details