কলকাতা, 4 ফেব্রুয়ারি :আগামী 27 ফেব্রুয়ারি রাজ্যে 108টি পৌরনিগমে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন । তার প্রস্তুতি নিতে জেলাশাসক ও এসপিদের সঙ্গে তড়িঘড়ি বৈঠক সারেন রাজ্য নির্বাচন কমিশনের কর্তারা (SEC holds meeting over Civil Poll 2022) । কমিশন সূত্রে জানা গিয়েছে, যে সব জায়গায় পৌর নির্বাচন হবে, সেখানে এখন থেকে দুয়ারে সরকার প্রকল্প বন্ধ থাকবে ।
বৃহস্পতিবার শহরের একটি বিলাসবহুল হোটেলে এসপি ও ডিএম-দের সঙ্গে বৈঠকে করে কমিশন । 72 ঘণ্টার পরিবর্তে 48 ঘণ্টা আগে প্রচার বন্ধ করা সম্ভব কি না, নির্বাচনী প্রচারের সময় এক ঘণ্টা বাড়ানো নিয়ে কথা হয় । অন্যদিকে সীমান্ত এলাকা সিল করা, নাকা চেকিং বাড়ানো, দাগি আসামিদের উপর নজরদারি বৃদ্ধির নির্দেশও দেওয়া হয় এই বৈঠকে । করোনা স্বাস্থ্যবিধি মেনে চলা, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হলে লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে ব্যবস্থা নেওয়া হবে । সর্বোপরি রাজ্য নির্বাচন কমিশনের ভাবমূর্তি যাতে কোনও ভাবে ক্ষুণ্ণ না হয়, সেই দিকে বিশেষ যত্নবান থাকার উপর জোর দিতে বলা হয়েছে ।
আরও পড়ুন : WB Civic Poll 2022 : রাজ্যের বাকি 108 পৌরসভায় ভোট 27 ফেব্রুয়ারি, বিজ্ঞপ্তি জারি কমিশনের