পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

মিলল চার আক্রান্তের খোঁজ, নতুন কনটেইনমেন্ট জ়োন হল মুর্শিদাবাদের শ্রীপুর - মুর্শিদাবাদের কোরোনা পরিস্থিতি

বৃহস্পতিবার নতুন করে জেলায় আক্রান্ত সাত। হরিহরপাড়ার শ্রীপুরে চারজন আক্রান্তের খোঁজ মেলায় শ্রীপুরকে কনটেইনমেন্ট জ়োন ঘোষণা করা হয়েছে ।

Containment zone
Containment zone

By

Published : Jul 9, 2020, 8:55 PM IST

মুর্শিদাবাদ, 9 জুলাই : মুর্শিদাবাদের হরিহরপাড়ার শ্রীপুরে আজ চারজন কোরোনা আক্রান্তের হদিশ মেলায় গ্রামটিকে কনটেইনমেন্ট জ়োন ঘোষণা করল প্রশাসন। আজ গ্রামের চারিদিক সিল করে দিয়ে বসানো হয়েছে পুলিশ পিকেট। মুর্শিবাবাদে এই নিয়ে চারটি কনটেইনমেন্ট জ়োন হল।

এদিকে হরিহরপাড়ার শ্রীপুরের চারজনসহ এদিন জেলায় নতুন করে আক্রান্তের সংখ্যা সাত। বাকি তিন আক্রান্ত বড়ঞা, লালগোলা ও সাগরদিঘি ব্লকের বাসিন্দা । আক্রান্তদের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে। সম্প্রতি তাঁরা যাদের সংস্পর্শে এসেছিলেন তাদের চিহ্নিতকরণের কাজ চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে । আক্রান্তদের প্রত্যেককে মুর্শিদাবাদ কোভিড হাসপাতালে আনা হয়েছে।

জেলা পুলিশ সুপার শবরী রাজকুমার বলেন, "কনটেইনমেন্ট জ়োনের কাউকে বিশেষ প্র‍য়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে দেওয়া হবে না। তাদের সাহায্যের জন্য পুলিশের বিশেষ টিম মোতায়েন করা হয়েছে। "

স্বাস্থ্য দপ্তর প্রকাশিত সর্বশেষ বুলেটিন অনুযায়ী জেলায় আক্রান্তের সংখ্যা 309, চিকিৎসাধীন 75। সুস্থ হয়েছেন 230 জন ।

ABOUT THE AUTHOR

...view details