জলপাইগুড়ি,5 অগাস্ট: রামমন্দির নির্মাণের ভূমি পুজোকে কেন্দ্র করে আজ জলপাইগুড়িতে BJP কর্মী ও পুলিশের বাগবিতন্ডা। রাম মন্দির নির্মাণের ভূমি পুজোকে কেন্দ্র করে আজ জলপাইগুড়িতে BJP-র যুব মোর্চার পক্ষ থেকে এক পুজো ও যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যুব মোর্চার তরফে যজ্ঞানুষ্ঠান বন্ধ করে দেবার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে।
BJP-র যুব মোর্চার সভাপতি শ্যাম প্রসাদের নেতৃত্বে আজকের এই পুজোর প্রস্তুতি নেওয়া হয়।কংগ্রেস পাড়ায় নবনির্মিত মন্দিরের সামনে রাস্তার পাশে একটি রামের ছবি দিয়ে পুজোর আয়োজন করা হয় । অভিযোগ,বিরাট পুলিশ বাহিনী নিয়ে সেখানে হাজির হয় কোতয়ালি থানার IC বিপুল সিনহা।পুজোর ছবি ফেলে দেওয়া হয়। খুলে ফেলা হয় প্যান্ডেলের কাপড়ও পুলিশ তাদের পুজো বন্ধ করে দেন সব খুলিয়ে নেন বলে BJP কর্মীরা অভিযোগ করে। এছাড়াও অভিযোগ করে জানান হয় যে BJP কর্মীদের সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয় । ঘটনাস্থলে আসে DSP হেডকোয়ার্টার প্রদীপ সরকার।