পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

গোপনে শান্তনু ঠাকুরের দিল্লি যাত্রা ঘিরে গুঞ্জন

দলের ভিতরে সংঘাতের মধ্যেই দিল্লি যাত্রা করে ফিরেছেন শান্তনু ঠাকুর ৷ কিন্তু কেন গেছিলেন রাজধানীতে সেই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি তিনি ৷

ছবি
ছবি

By

Published : Oct 30, 2020, 6:44 AM IST

Updated : Oct 30, 2020, 8:00 AM IST

বনগাঁ, 30 অক্টোবর : দলের রাজ্য কমিটির সঙ্গে তাঁর সংঘাত চরমে । গত সপ্তাহে নেতারা সকলেই ব্যস্ত ছিলেন দুর্গাপুজো নিয়ে । ঠিক তখনই সকলের আড়ালে দিল্লি পাড়ি দিয়েছিলেন বনগাঁর BJP সাংসদ শান্তনু ঠাকুর । তিনদিনের দিল্লি সফর সেরে নীরবে বাড়িও ফিরেছেন । কিন্তু কেন তাঁর দিল্লি যাত্রা, সেই বিষয়ে শান্তনু সংবাদ মাধ্যমকে কিছু জানাননি । তবে মতুয়াদের নাগরিকত্ব নিয়ে দলের সঙ্গে শান্তনুর টানাপোড়েন চলছে । তিনি দল ছাড়ার ইঙ্গিতও দিয়েছিলেন । এরই মধ্যে তাঁর দিল্লি যাত্রা ঘিরে নানা গুঞ্জন শুরু হয়েছে ।

নভেম্বরে রাজ্যে আসছেন অমিত শাহ । BJP সূত্রে খবর, মতুয়া ভোট ব্যাংক ও শান্তনুর মান ভাঙাতে তিনি ঠাকুরনগরেও আসতে পারেন । ন'মাসের বেশি সময় অতিবাহিত হলেও কেন্দ্রীয় সরকার সংশোধিত নাগরিকত্ব আইন সব রাজ্যে চালু করেনি । ফলে, ঝুলে রয়েছে মতুয়াদের নাগরিকত্ব । তাতে ক্ষুব্ধ শান্তনু ৷ সম্প্রতি বারাসতে একটি কর্মসূচিতে বলেছেন, যদি সংশোধিত নাগরিকত্ব আইন চালু না হয়, তা হলে আগামীদিনে মতুয়ারাই সিদ্ধান্ত নেবেন, তাঁরা কোন পথে হাঁটবেন । শান্তনুর কথার ইঙ্গিতে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয় । তিনি দল ছাড়তে পারেন এমন কথাও ভাসিয়ে দেওয়া হয় । বঙ্গ BJP শান্তনুর বক্তব্যকে আমল না দিলেও কেন্দ্রীয় নেতৃত্ব আগামী বিধানসভা নির্বাচনের আগে বেশ সাবধানী । শান্তনুর ওই বক্তব্যের পর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিনিধিরা ঠাকুরনগরে পৌঁছান । তথাগত রায়ও গোপনে শান্তনুর সঙ্গে দেখা করেছেন । তারপর শান্তনু দুর্গাপুজোর সপ্তমীর দিন দিল্লি পাড়ি দেন । দশমীর দিন আবার ঠাকুরনগরে ফিরে আসেন । যদিও শান্তনুর দাবি, তিনি ব্যক্তিগত কাজে দিল্লি গিয়েছিলেন ।

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে শান্তনুর বক্তব্য, "এখনও কয়েকমাস সময় আছে। দলের উপরে এখনও আস্থা রেখেছি।" তবে গোপনে তাঁর দিল্লি পাড়ি দেওয়া রাজ্য নেতৃত্বের উপর চাপ বাড়ানো নাকি দিল্লিকে চরম বাক্য শুনিয়ে আসা তা অবশ্য রহস্যেই মোড়া রয়েছে । বিশেষ করে শান্তনু নিজে যখন তা ব্যক্তিগত কাজে বলে উল্লেখ করেছেন । রাজ্যের 294 বিধানসভার মধ্যে 84 মতুয়া ভোট বড় ফ্যাক্টর । তাই 2021 সালের রাজ্যে বিধানসভা ভোটের কথা মাথায় রেখে BJP-র কেন্দ্রীয় নেতৃত্ব শান্তনুর গোসা ভাঙানোর চেষ্টাই করবে ।

Last Updated : Oct 30, 2020, 8:00 AM IST

ABOUT THE AUTHOR

...view details