কলকাতা,9 জুলাই : আমফান বিধ্বস্ত এলাকার মানুষ এখনও ত্রাণের টাকা পায়নি। শাসকদলের নেতাকর্মীরাই সে টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ করলেন একদা তৃণমূলের ডায়মন্ডহারবারের সাংসদ সোমেন মিত্র। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে আজ তিনি আরও বলেন,"100 টাকা চুরি করা আর 10 টাকা চুরি করা সমান অপরাধ। আগের সরকার যদি 100 শতাংশ আর্থিক দুর্নীতিতে জড়িত থাকে তাহলে বর্তমান সরকার তথ্য সহ তার বিচার করুক। "
সোমেন মিত্র প্রশ্ন তুলে বলেন," মুুুুখ্যমন্ত্রী কি তাহলে স্বীকার করলেন যে আমফানের ত্রাণের জন্য কেন্দ্রীয় সরকারের যে টাকা অসহায় মানুষদের জন্য এসেছিল তা তাদের কাছে পৌঁছায়নি?
তিনি আরও বলেন," একশো টাকা বা দশ টাকা চুরি করার সমান অপরাধ। শাসক দলের নেতা কর্মীদের বিরুদ্ধে শাস্তির কোনও ব্যবস্থা করা হয়নি। নিজেদের অপদার্থতা ঢাকতে আগের সরকার চুরি করেছে একথা বলা হচ্ছে। এখনত মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি তথ্য সমেত বার করুন আগের সরকারের দুর্নীতি। "
আগের সরকার 100 ভাগ চুরি করলে শাস্তি দিক বর্তমান সরকার: সোমেন - সোমেন মিত্র
আমফানের ত্রাণ দুর্নীতি নিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করে বলেন," দলের কর্মীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কী তৃণমূলের পক্ষ থেকে?মুখ্যমন্ত্রী শাস্তির কথা ঘোষণা করলে সে কথা কর্মীদের কাছে গিয়ে পৌঁছায় নাকি খাতায়-কলমে থেকে যায় মুখ্যমন্ত্রীর কথা ?"নবান্নের সর্বদলীয় বৈঠকে মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থাকেননি। দলের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্যকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছিলেন কেন? কোরোনা ভাইরাস নিয়ন্ত্রণ হোক বা প্রবল ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত বাংলার সাহায্য সবকিছুতেই ব্যর্থতার নজির গড়েছে রাজ্য সরকারবলে মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি।