পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

সন্ধ্যায় শপথ মোদির, থাকছেন সোনিয়া-রাহুল ; অন্য লড়াইয়ে মমতা - mamata Banerjee

মমতা আসছেন না । কিন্তু আর যে দু'জনকে নিয়ে চর্চা সবথেকে বেশি তাঁরা আসছেন । সবকিছু ঠিকঠাক থাকলে মোদির শপথ অনুষ্ঠান চাক্ষুস করতে উপস্থিত থাকবেন সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধি ।

নরেন্দ্র মোদি

By

Published : May 30, 2019, 10:10 AM IST

Updated : May 30, 2019, 11:04 AM IST

দিল্লি, 30 মে : ঝলমলে রাইসিনা হিলস । একাধিক আলোর ছটায় সেজে উঠেছে দেশের রাষ্ট্রপ্রধানের নিবাস। আজ এখানেই দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন নরেন্দ্র দামোদরদাস মোদি । রাইসিনা যখন আলোয় ঝলমল, তখন প্রতিবাদ-প্রতিরোধ-লড়াইয়ের বার্তা নিয়ে হাজির মমতা ।

শুরুটা সম্ভবত করে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । প্রথমে বলেছিলেন, সাংবিধানিক রীতি মেনে প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে থাকবেন । কিন্তু সিদ্ধান্ত বদলাতে 24 ঘণ্টাও সময় নেননি । শপথের মঞ্চকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে BJP, এই অভিযোগ তুলে ফিরিয়ে দিয়েছেন মোদির আমন্ত্রণ । তবে টুইট করে শুভেচ্ছা জানাতে ভোলেননি তিনি ।

মমতা আসছেন না । কিন্তু আর যে দু'জনকে নিয়ে চর্চা সবথেকে বেশি তাঁরা আসছেন । সবকিছু ঠিকঠাক থাকলে মোদির শপথ অনুষ্ঠান চাক্ষুস করতে উপস্থিত থাকবেন সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধি । অর্থাৎ ভোটযুদ্ধ শেষের পর গণতান্ত্রিক শিষ্টাচারের পরিচয় । রাইসিনা হিলস সূত্রে খবর আজকের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে দেশের তামাম বিরোধী নেতা-নেত্রীদের । থাকবেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা ।

এই সংক্রান্ত আরও খবর : মৃত্যু নিয়ে রাজনীতি হচ্ছে, শপথে যাচ্ছি না ; টুইট মমতার

এখানেই শেষ নয়, সাংবাদিকদের জন্য বসার জন্য রয়েছে এলাহি ব্যবস্থা । বিভিন্ন রাজ্য থেকে কয়েক হাজার বিশিষ্টকে আমন্ত্রণ জানানো হয়েছে । আর যাদের আসাকে ঘিরে মোদি-মমতা রাজনৈতিক তরজা চরমে , বাংলার সেই 54 টি পরিবারের সদস্যরা । সবমিলিয়ে রাজনৈতিক-কূটনৈতিক বার্তা দেওয়ার এক প্রচেষ্টা ।

শুভেচ্ছার মিষ্টিমুখ

আজ কেমন হতে চলেছে মোদির নতুন মন্ত্রিসভা তা নিয়েও চর্চা চরমে । যারা BJP এবং মোদি-শাহকে চেনেন তাঁরা বলছেন বেশ কিছু নতুন মুখ আসতে চলেছে । পুরস্কার পেতে পারেন মুকুল রায়ের মতো নেতারা । দেওয়া হতে পারে গুরুত্বপূর্ণ মন্ত্রক । আবার রাহুলকে ধরাশায়ী করে যিনি এখন মোদির 'নয়নের মণি' সেই স্মৃতি ইরানি পেতে পারেন গুরুত্বপূর্ণ দায়িত্ব । অরুণ জেটলি অনিচ্ছা প্রকাশ করায় গুরুত্ব বাড়তে পারে পীযূষ গয়ালের মতো নেতাদের । সম্ভবত স্বরাষ্ট্র মন্ত্রক পেতে পারেন রাজনাথ সিং । বিদেশমন্ত্রক নিয়ে আলোচনা চলছে । যদি অমিত শাহ মন্ত্রিসভায় আসেন তাহলে নিঃসন্দেহে দ্বিতীয় সবথেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পাবেন । অনেক তরুণ নেতাদের মন্ত্রকে নেওয়া হতে পারে । আবার বাংলার মাটিতে পদ্ম ফুটিয়ে 'বিপ্লব' করে দেওয়া BJP নেতাদের কয়েকজন মন্ত্রিসভায় আসতে পারেন ।

এই সংক্রান্ত আরও খবর : মোদির শপথগ্রহণে থাকছেন রাহুল ও সোনিয়া

মোদি যখন সকালবেলা গান্ধি-বাজপেয়ি-শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে দিন শুরু করলেন ঠিক তখনই বাংলায় আন্দোলনের প্রস্তুতিতে তৃণমূল নেত্রী । ঘর ছাড়াদের ঘরে ফেরাতে আজই ধরনায় বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো । এই ধরনা মঞ্চ থেকেই আগামী দিনে মোদি বিরোধী কর্মসূচির ব্লু প্রিন্ট তৈরি করতে চলেছেন মমতা । রাজনৈতিক মহলের মত, আজকের শপথ মঞ্চে মমতার সামনে বাংলার 54 টি পরিবারের সদস্যদের হাজির করিয়ে রাজনৈতিক চ্যালেঞ্জ দিতে চেয়েছিলেন মোদি-শাহরা । এমনিতে লোকসভা ভোট নাড়িয়ে দিয়েছে তৃণমূলের মাটি । 2021-কে সামনে রেখে তাই মারণ কামড় দেওয়ার চেষ্টায় মমতা । যেদিন রাইসিনায় দ্বিতীয় ইনিংস শুরু করছেন মোদি সেই দিনটাকেই বেছে নিলেন মমতা ।

এই সংক্রান্ত আরও খবর : সন্ধ্যায় শপথ, সকালে রাজঘাট-অটল সমাধিতে শ্রদ্ধার্ঘ্য মোদির

আজকের ধরনা মঞ্চ থেকে বিরোধী জোটের বার্তা দেওয়ারও চেষ্টা করতে পারেন তৃণমূল নেত্রী । ব্রিগেডে ইউনাইটেড ইন্ডিয়ার যে পথচলা শুরু হয়েছিল মমতার নেতৃত্বে তা আরও এগিয়ে নিয়ে যেতে চান তিনি । ইতিহাস বলছে, মমতা যে মুহূর্তে পথে নেমেছেন তখনই লক্ষ জনতাকে পাশে পেয়েছেন । তা বাম আমলে রাইটার্স অভিযান থেকে শুরু করে অতি সম্প্রতি কেন্দ্রের বিভিন্ন ইশুর বিরুদ্ধে প্রতিবাদ । মাঝ পর্বে সিঙ্গুর ইশুতে মমতার সেই অনশন । প্রতি ক্ষেত্রেই যাবতীয় হিসেব নিকেশ পালটে দিয়েছেন তিনি। যদিও এখন সময় বদলেছে । গঙ্গা-যমুনা দিয়ে জল অনেক দূর বয়ে গেছে । সেদিনের ক্যারিশ্মা হয়ত কিছুটা ফিকে হয়েছে । আন্দোলন থেকেই জন্ম হয়েছিল মমতার , একথা বারবার প্রমাণিত । আর তাই বাংলার মাটিতে ঘাষফুল যখন কঠিন পরীক্ষার সামনে তখন সেই আন্দোলনকে হাতিয়ার করলেন তৃণমূল নেত্রী । পথে নামতে চলেছেন মমতা । আর তার কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় ইনিংসের শপথ নিতে চলেছেন মোদি ।

আগামী দিন বাংলা বনাম দিল্লি ? না তৃণমূল বনাম BJP ? না মোদি বনাম মমতা ? না সরকার বনাম বিরোধী শক্তিজোটের লড়াই ? কোন পথে এগোতে চলেছে আগামী দিনে দেশের রাজনীতি সেটাই এখন দেখার ।

Last Updated : May 30, 2019, 11:04 AM IST

ABOUT THE AUTHOR

...view details