আসানসোল, 25 জুন : গাড়িতে লেখা বিধায়ক। কিন্তু গাড়ির নম্বর প্লেট উত্তরপ্রদেশের । শুধু তাই নয় গাড়িতে মোদি এবং যোগীর ছবি লাগানো। এছাড়া BJP লেখা পতাকাও লাগানো গাড়িতে । আসানসোলের রাস্তায় এমন গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে চমকে যাওয়ার উপক্রম। তবে কি উত্তরপ্রদেশের কোন বিধায়ক আসানসোলে ঘুরছেন এই লকডাউনের সময়? কিন্তু না, কোনও বিধায়ককে পাওয়া যায়নি। বরং অচেনা একদল যুবক রহস্য বাড়িয়েই জানায় তারা বিধায়কের নিকট আত্মীয়। মিডিয়া তৎপর হতেই গাড়িটি নিয়ে পালায় যুবকরা।
আসানসোলের পুলিশ লাইনের কাছে একটি বেসরকারি হোটেলের বাইরে গাড়িটি পার্ক করা ছিল। গাড়িতে বিধায়ক লেখা দেখেই উৎসুক হয়ে ওঠে সাংবাদিকরা । তবে কি যোগীর রাজ্যের কোনও বিধায়ক রাজনৈতিক কাজেই আসানসোলে এসেছেন ? হোটেলে খোঁজ নিতে জানা গেল কোনও বিধায়ক সেখানে আসেননি। তবে পার্কিংয়ে লাগানো গাড়ি কার, তা অবশ্য জানাননি হোটেলকর্মীরা। এরপর অনলাইনে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর দিয়ে খোঁজ করতেই জানা যায় গাড়িটি করণ সিং এন্ড সন্সের নামে রেজিস্ট্রেশন করা। খোঁজ নিয়ে এও জানা গেল উত্তরপ্রদেশে করণ সিং প্যাটেল নামে BJP-র এক বিধায়ক রয়েছেন। কিন্তু এই গাড়িতে তিনি ছিলেন না। গাড়ির সামনে দাঁড়াতেই খোঁজখবর শুরু করতেই হোটেলের ভেতর থেকে বেরিয়ে আসে বেশ কয়েকজন যুবক। তারা নিজেদের বিধায়কের আত্মীয় বলে পরিচয় দেন।