দিল্লি, 15 অক্টোবর : COVID-19 ভ্যাকসিনের দৌড়ে ছয় ভারতীয় সংস্থা । এই প্রতিযোগিতায় তুলনামূলক এগিয়ে থাকা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া বা SII-এর থেকে ক্লিনিক্যাল ট্রায়াল সংক্রান্ত আরও তথ্য চাইল DCGI বা ড্রাগ কন্ট্রোলার জেনেরাল অফ ইন্ডিয়া । বর্তমানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি ভ্যাকসিনের তৃতীয় দফার ক্লিনিক্যাল ট্রায়াল করছে পুনের এই সংস্থা ।
ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের ক্ষেত্রে DCGI নির্ধারিত নিয়মে বেশ কিছু ছাড় চাওয়া হয় সিরামের পক্ষ থেকে । এর মধ্যে রয়েছে বিভিন্ন বয়স ও শারীরিক অবস্থার মানুষের শরীরে ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ । ভারতে কোরোনা ভ্যাকসিন নিয়ে কাজ করা সংস্থাগুলোর পাঠানো তথ্য নিয়ে কাজ করছেন ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা । সিরামের পাশাপাশি ডক্টর রেড্ডিস-এর কাছ থেকেও ক্লিনিক্যাল ট্রায়াল সম্পর্কিত কিছু সুনির্দিষ্ট তথ্য চাওয়া হয়েছে । এর মধ্যে রয়েছে পরীক্ষার পরিধি, মানদণ্ড ইত্যাদি । এই সব তথ্য জমা করতে হবে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা CDSCOI-কে ।