পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

Republic Day Security Arrangements in Kolkata : সাধারণতন্ত্র দিবসে শহরে বাড়তি নিরাপত্তা - Kolkata Police increasing security arrangements in the city during Republic Day

সাধারণতন্ত্র দিবস উপলক্ষে শহরের নিরাপত্তা জোরদার করল কলকাতা পুলিশ (Kolkata Police increasing security arrangements in the city during Republic Day) ।

সাধারণতন্ত্র দিবসে কলকাতায় নিরাপত্তার কড়াকড়ি
সাধারণতন্ত্র দিবসে কলকাতায় নিরাপত্তার কড়াকড়ি

By

Published : Jan 25, 2022, 5:43 PM IST

কলকাতা, 25 জানুয়ারি : সাধারণতন্ত্র দিবসকে কেন্দ্র করে আঁটোসাঁটো নিরাপত্তা বন্দোবস্ত গোটা রেড রোডে । দেশজুড়ে পালিত হতে চলেছে 73তম সাধারণতন্ত্র দিবস । এই দিনটিতে যাতে কোনওরকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য তৎপর রয়েছে লালবাজার (Kolkata Police increasing security arrangements in the city during Republic Day1)।

জানা গিয়েছে, 73তম সাধারণতন্ত্র দিবসকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে রেড রোডজুড়ে । শুধুমাত্র রেড রোডই থাকবে 1 হাজার 100 পুলিশ বাহিনী । তাঁদের ভাগ করা হয়েছে 11টি জোনে । প্রতি জোনের দায়িত্ব থাকবেন একজন করে ডেপুটি পুলিশ কমিশনার । স্টেজের চারপাশে থাকবে পাঁচটি বালির বাঙ্কার । তাছাড়া কন্ট্রোল পোস্ট থেকে চলবে নজরদারি ।

এছাড়াও 6 জন নগরপাল পদমর্যাদার আধিকারিক-সহ কুড়িজন ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক থাকবেন নিরাপত্তার দায়িত্বে । থাকছে তিনটি ওয়াচ টাওয়ার । রেড রোড চত্বরে ঘুরবে 26টি পিসিআর ভ্যান । শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উপর নজর রাখার মতো 12টি এইচআরএসএস এবং তিনটি-চারটি কুইক রেসপন্স টিম থাকবে । তাছাড়াও শহরের ঢোকা-বেরনোর রাস্তাগুলোতে চলছে নাকা চেকিং । তাছাড়াও শহরের পাঁচতারা হোটেল এবং শপিংমলগুলিতে একসঙ্গে অনেক বেশি লোকজনের জমায়েত করতে দেওয়া হবে না । এসব এলাকায় আগের রাত থেকেই মোতায়েন থাকবে আড়াই হাজার হাজার পুলিশ বাহিনী ।

আরও পড়ুন :ভোট-পরবর্তী হিংসা মামলায় অভিযোগ নেওয়া হচ্ছে না, হাইকোর্টে জানালেন মামলাকারীরা

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details