পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

সপ্তম দফায় বেনজির সিদ্ধান্ত, বুথের 200 মিটারে 144 ধারা - vote

সপ্তম দফার নির্বাচনে ন'টি লোকসভা কেন্দ্রে বুথের 200 মিটার রেডিয়াসে লাগু হচ্ছে 144 ধারা । এই নিয়ম না মানা হলে 188 ধারায় নেওয়া হবে আইনি পদক্ষেপ ।

ফাইল ফোটো

By

Published : May 18, 2019, 6:10 PM IST

কলকাতা, 18 মে : অতীতের কোনও ভোটে তো নয়ই, চলতি লোকসভা ভোটেও নেওয়া হয়নি এমন সিদ্ধান্ত । সপ্তম দফার নির্বাচনে ন'টি লোকসভা কেন্দ্রে বুথের 200 মিটার রেডিয়াসে লাগু হচ্ছে 144 ধারা । রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে জানিয়েছেন এই তথ্য । তাঁর নির্দেশ, 144 ধারা লঙ্ঘন করা হলে নেওয়া হবে কড়া আইনি পদক্ষেপ । সপ্তম দফার ভোট নির্বিঘ্নে সম্পন্ন করতেই এই ব্যবস্থা বলে কমিশন সূত্রে খবর ।

সাধারণভাবে বুথের 100 মিটারে থাকে 144 ধারা । সেটিও জেলা নির্বাচনী আধিকারিকের বিবেচনার উপর নির্ভরশীল । চলতি লোকসভা নির্বাচনেও এই নিয়ম মেনে চলা হয়েছে । কিন্তু সপ্তম দফায় বেনজির সিদ্ধান্ত নেওয়া হয়েছে । বুথের 200 মিটার রেডিয়াসে একসঙ্গে পাঁচ জন যেতে পারবেন না । 100 মিটারের মধ্যে অস্ত্র নিয়ে ঢোকা যাবে না । বিবেকের হুঁশিয়ারি, এই নিয়ম না মানা হলে নেওয়া হবে আইনি পদক্ষেপ । নিয়ম বলছে, সেক্ষেত্রে 188 ধারায় মামলা করা হতে পারে । বিবেক দুবে জানিয়েছেন, সেক্ষেত্রে তিনবছর পর্যন্ত জেলও হতে পারে।

ষষ্ঠ দফায় কুইক রেসপন্স টিম নিয়ে আঙুল উঠেছিল বিস্তর । যার দায় অনেকটাই গিয়ে পড়ে রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের কাঁধে । এবার তাই QRT-র সক্রিয়তা নিয়ে বিশেষ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে । বিশেষ পুলিশ পর্যবেক্ষকের নির্দেশ, যে কোনও অশান্তির ঘটনা ঘটলে 5-7 মিনিটের মধ্যে পৌঁছাতে হবে কুইক রেসপন্স টিমকে । এই বিষয়ে রীতিমতো কড়া নির্দেশ দিয়েছেন দুবে । কোনওভাবেই যাতে পনেরো মিনিটে না ছাড়িয়ে যায় তা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন দুবে ।

বৃহস্পতিবার পর্যন্ত ঠিক ছিল, 444 টি কুইক রেসপন্স টিম কাজ করবে সপ্তম দফার ন'টি লোকসভা এবং 4 টি বিধানসভা উপনির্বাচনে। কিন্তু আজ সেই সংখ্যা আরও কিছুটা বাড়ানো হয়েছে।

বিবেক দুবে জানিয়েছেন, 461 টি QRT কাজ করবে আগামীকাল । কলকাতার ক্ষেত্রে সেই সংখ্যা 178 । পাশাপাশি তিনি জানিয়েছেন, শহরে সক্রিয় থাকবে কলকাতা পুলিশও‌ । আইন-শৃঙ্খলা রক্ষায় ভূমিকা পালন করবেন তারা । কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনী, ফ্লাইং স্কয়্যাড সক্রিয় থাকবে।

ষষ্ঠ দফার নির্বাচনে রাজ্য পুলিশ না রেখে, কেন্দ্রীয় বাহিনীর কমান্ড্যান্টদের দেওয়া হয়েছিল QRT পরিচালনার দায়িত্ব । নির্বাচনের পর সবকটি রাজনৈতিক দল QRT-র ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে । আদতে সেদিন পথ চিনতে পারেনি ভিন রাজ্যের কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর জওয়ানরা ‌। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এবার QRT-তে রাখা হচ্ছে রাজ্য পুলিশের একজন করে কনস্টেবল‌ । গাইড হিসেবে থাকবেন তাঁরা । তবে এবারও টিম পরিচালনার দায়িত্বে থাকছে কম্পানি কমান্ড্যান্টরাই।

ABOUT THE AUTHOR

...view details