পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

অসমে এলাকা পুনর্বিন্যাস প্রসঙ্গে সুপ্রিম কোর্টের নোটিশ - সুপ্রিম কোর্টে চলছে শুনানি

অসমে বিধানসভা ও লোকসভার এলাকা পুনর্বিন্যাস 2008 সাল থেকে আটকে রয়েছে । সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে শুরু হয়েছে মামলা গ্রহণ ।

Assam delimitation issue
Assam delimitation issue

By

Published : Jul 11, 2020, 7:00 AM IST

দিল্লি, 10 জুলাই :অসমে এলাকা পুনর্বিন্যাস নিয়ে রাজ্য ও কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের । অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (AIUDF) - এর আবেদনের ভিত্তিতে অসমের রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারকে নিজেদের অবস্থান স্পষ্ট করতে বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে ।

বিধানসভা ও লোকসভার এলাকা পুনর্বিন্যাসের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট । যদিও এটাই প্রথম নয় । এর আগে মে মাসেও দেশের সর্বোচ্চ আদালতে এই সংক্রান্ত অন্য একটি মামলার শুনানিতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে নিজেদের অবস্থান স্পষ্ট করতে বলা হয়েছিল ।

এর আগে 2008 সালের 8 ফেব্রুয়ারি একটি নির্দেশিকা জারি করে অসমে আসন পুনর্বিন্যাসের প্রক্রিয়াটি রদ করা হয়েছিল । 12 বছর পর এ বছর 28 শে ফেব্রুয়ারি আদেশ বাতিল করার আবেদনের শুনানিতে সম্মতি দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ ।

ABOUT THE AUTHOR

...view details