কোচবিহার, 1 এপ্রিল : কোচবিহারের BJP প্রার্থী নিশীথ প্রামাণিকের হয়ে প্রচারে পথে নামবেন সারা আলি খান। আজ কোচবিহারের মাথাভাঙায় প্রচার করবেন তিনি। সেখানে রোড শোর পর একটি সভাতেও যোগ দেবেন বলে জানা গেছে। সভায় নিশীথ ছাড়াও থাকছেন কোচবিহার জেলা BJP সভানেত্রী মালতি রাভা। তবে কবে, কখন তিনি কোচবিহার আসছেন সে ব্যাপারে কিছু জানা যায়নি।
নিশীথের প্রচারে সইফ-কন্যা সারা - election campaign
BJP প্রার্থী নিশীথ প্রামাণিকের হয়ে কোচবিহারে প্রচারে আসছেন সইফ কন্যা সারা আলি খান।
ফাইল ফোটো
সইফ-কন্যার কোচবিহারে আসার খবর গতকাল খোদ নিশীথ জানান। বলেন, "আগামীকাল মাথাভাঙা বিধানসভা কেন্দ্রে আমার সমর্থনে একটি মেগা রোড-শো করবেন অভিনেত্রী সারা আলি খান। এরপর তিনি শীতলকুচি বিধানসভা কেন্দ্রের গোঁসাইয়ের হাটে একটি সভাতেও থাকবেন।"
Last Updated : Apr 2, 2019, 7:20 AM IST