মুম্বই, 6 জুন: প্রাক্তন দক্ষিণ আফ্রিকান রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা মনে করতেন খেলাধূলায় সেই শক্তি আছে যেটা পৃথিবী পরিবর্তন করতে পারে । প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও কিংবদন্তি ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর ম্যান্ডেলার উক্তি শেয়ার করলেন।
তেন্ডুলকর এই উক্তিটি শেয়ার করেন, যখন “ব্ল্যাক লাইভস ম্যাটার” প্রতিবাদ জনসমক্ষে আসে। সমগ্র অ্যামেরিকা উত্তাল এই প্রতিবাদে । এই প্রতিবাদ কি শুরু হয় অ্যামেরিকার পুলিশের হতে এক কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের হত্যা হয়। ভাইরাল হওয়া এক ভিডিয়োতে দেখা যায় ডেরেক চৌভিন নামক এক শ্বেতাঙ্গ পুলিশ অফিসার জর্জকে মাটিতে ফেলে হাঁটু দিয়ে তার গলা চেপে ধরে আছেন ।
নেলসন ম্যান্ডেলার উক্তিটির সঙ্গে একটি ভিডিয়ো শেয়ার করেন মাস্টার ব্লাস্টার। এই ভিডিয়োটি ICC শুক্রবার শেয়ার করেছিল, যেটায় 2019 সালে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের একটি অংশ ছিল ।