দিল্লি, 8 জুন: ক্রীড়াক্ষেত্রে বর্ণবৈষম্যের বিরুদ্ধে যেসব নিয়মাবলী আছে সেগুলি কেবলমাত্র ক্ষতের উপর প্লাস্টার । এমনই মত ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার মাইকেল হোল্ডিং এর ।
জর্জ ফ্লোয়েডের হত্যাকান্ড নিয়ে উত্তাল অ্যামেরিকা। ইতিমধ্যে বহু ক্রীড়াব্যক্তিত্ব এই হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছেন। এমনকি বর্ণবৈষম্য নিয়ে সরব হয়েছেন তাঁরা। এই বিষয়ে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটারের মতামত জানতে চাওয়া হলে তিনি বলেন, কঠিন কঠিন নিয়ম মানিয়ে কখনওই ক্রীড়াক্ষেত্রে বর্ণবৈষম্য কমানো যাবে না।
ওয়েস্ট ইন্ডিজের ওকে 60 টি টেস্টে 249 উইকেট নেওয়া হোল্ডিং বলেন, “ তুমি যখনি বর্ণ-বৈষম্য দেখবে তখনই ক্রিকেট মাঠের প্রতিবাদ হয় ফুটবল মাঠে প্রতিবাদ হয় এছাড়া আরো অন্যান্য ক্রীড়াক্ষেত্রে প্রতিবাদ হয়। কিন্তু তুমি কখনোই এই বর্ণ-বৈষম্য বন্ধ করতে পারবেনা। এটা কোনও একক ক্রীড়াক্ষেত্রে হবে না এটা সকলকে সামাজিকভাবে এগিয়ে এসে বন্ধ করতে হবে।”