আলিপুরদুয়ার, 11 অক্টোবর : দুর্গাপুজোর চাঁদা চাওয়ার অছিলায় বাড়িতে ঢোকে । এরপর অস্ত্র দেখিয়ে 11 লাখ টাকা ডাকাতি । আলিপুদুয়ারের ফালাকাটা থানার সোনার ধাম এলাকার ঘটনা ।
গতরাত 9 টা নাগাদ এলাকার এক আলু চাষি পরিমল সরকারের বাড়িতে বাইকে করে চাঁদা চাইতে আসে তিন যুবক । চাঁদা নিতে এসেছে জানতে পেরে বাড়ির সদর দরজা খুলে দেন পরিমলবাবুর স্ত্রী পুতুল সরকার । অভিযোগ, বাড়িতে ঢোকার পর আচমকাই ধারালো অস্ত্র বের করে ওই যুবকরা । পরিমলবাবুর স্ত্রীর মুখ কাপড় দিয়ে বেঁধে দেয় । একমাত্র ছেলেকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় । এরপর ঘরে রাখা আলু বিক্রির নগদ 11 লাখ টাকা ও সোনার গয়না নিয়ে চম্পট দেয় ।