পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

মহারাষ্ট্রে টেম্পোয় ধাক্কা ট্রাকের, মৃত 13

মহারাষ্ট্রের বুলধানায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল 13 জনের । গুরুতর আহত 3 জন ।

দুর্ঘটনাস্থানের ছবি

By

Published : May 20, 2019, 7:49 PM IST

মুম্বই, 20 মে : মহারাষ্ট্রে পথ দুর্ঘটনায় মৃত্যু হল 13 জনের । এদের মধ্যে পাঁচজন মহিলা ও দু'জন শিশুও রয়েছে । গুরুতর আহত 3 । দুর্ঘটনাটি মহারাষ্ট্রের বুলধানার মালকাপুর এলাকার ।

আজ দুপুর 2 টো 15 মিনিট নাগাদ মুম্বই-নাগপুর সড়কে দুর্ঘটনাটি ঘটে । পুলিশ সূত্রে খবর, চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে টেম্পোকে ধাক্কা মারে একটি ট্রাক । টেম্পোতে থাকা 13 জনেরই মৃত্যু হয়েছে ।

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহতদের হাসপাতালে ভরতি করা হয়েছে । দুর্ঘটনার জন্য বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল । তবে পরে তা স্বাভাবিক হয়ে যায় ।

ABOUT THE AUTHOR

...view details