দুর্গাপুর, 27 এপ্রিল : রাষ্ট্রায়ত্ত সংস্থার লিজ় দেওয়া জমিতে রেস্তরাঁ খোলা হয়েছে । জমিটি নিয়ে আইনি লড়াইও চলছে । আর সেই রেস্তরাঁতে BJP নির্বাচনী কার্যালয় চালাচ্ছে বলে অভিযোগ । বিষ্ণুপরের প্রার্থী সৌমিত্র খাঁ ও বর্ধমান-দুর্গাপুরের BJP প্রার্থী এস এস আলুওয়ালিয়া সেখানে রাত্রিবাস করছেন । বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে নির্বাচনী আচরণ বিধিভঙ্গের অভিযোগ তোলা হয়েছে । নির্বাচন কমিশনেও নালিশ জানিয়েছে তারা । যদিও রেস্তরাঁ কর্তৃপক্ষ ও BJP-র তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে ।
দুর্গাপুরে দুর্গাপুর ইস্পাত কারখানার নিজস্ব পার্ক রয়েছে । একটি বেসরকারি সংস্থাকে পার্কটি লিজ়ে দেওয়া হয়েছিল । বেসরকারি সংস্থাটির কর্ণধার দেবাশিস রায় এলাকায় BJP কর্মী হিসেবে পরিচিত । পার্কের মধ্যে একটি রেস্তরাঁ খোলা হয় । তা নিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানার সঙ্গে সংস্থাটির আইনি লড়াই চলছে । ইতিমধ্যে আজ সকালে রেস্তরাঁয় যায় দুর্গাপুর থানার পুলিশ । পরে সেখানে গিয়ে দেখা যায়, BJP নেতারা বৈঠক করছেন । সেখানে ছিলেন দেবাশিসবাবুও । পাশাপাশি, বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থীর ছবি সম্বলিত বুথ স্লিপ, নির্বাচনের বিভিন্ন ফর্ম ক্যামেরায় ধরা পড়ে । রেস্তরাঁর মধ্যেই আলুওয়ালিয়ার ছবি সহ ব্যানার, পোস্টার, ফ্লেক্স রয়েছে ।
পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায়ের দাবি, বিষয়টি নিয়ে আগেও অভিযোগ জানানো হয়েছিল । তাঁর অভিযোগ, "দীর্ঘদিন ধরে কম্পানিকে টাকা দেয়নি সংস্থাটি । BJP-কে সামনে রেখে দখলদারি চালানো হচ্ছে । BJP-র হয়ে প্রচারও করা হচ্ছে । নামে রেস্তরাঁ হলেও আদতে ওটা BJP-র দলীয় কার্যালয় । এটা বেআইনি । নির্বাচনী কার্যকলাপ চলার পাশাপাশি সেখানে ঝাড়খণ্ড থেকে আগত দুষ্কৃতীরাও আশ্রয় নিচ্ছে ।" বিষয়টি নিয়ে তৃণমূলের তরফে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে । দলের প্রাথমিক শিক্ষা সেলের তরফে সুদীপ চ্যাটার্জি দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ।